ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ চিকিৎসাধীন যুবকের মৃত্যু
প্রকাশ: শনিবার, ২৪ আগস্ট, ২০২৪, ৫:৩০ পিএম  (ভিজিট : ১৫৬)
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যাত্রাবাড়ী এলাকায় গুলিবিদ্ধ হাসান (৩০) নামের এ যুবক চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা গেছে। নিহত যাত্রাবাড়ী একটি আড়তে কাজ করতেন। 

শুক্রবার (২৩ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে ঢামেক হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যায় হাসান।

নিহত হাসানের বাবা কবির হোসেন জানান, গত ৫ তারিখে আন্দোলনকারীদের সাথে পুলিশের সংঘর্ষের সময় যাত্রাবাড়ী এলাকায় গুলিবিদ্ধ হয় হাসান। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তাদের বাড়ি ভোলা জেলার লালমোহন উপজেলায়। বর্তমানে যাত্রাবাড়ী এলাকায় স্ত্রী ও ছেলে দুই ছেলেকে নিয়ে ভাড়া থাকতো হাসান। এবং যাত্রাবাড়ীর একটি আড়ৎতে কাজ করতো।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

সময়ের আলো/জিকে




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close