ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

বকেয়া বেতন ও কারখানা খোলার দাবিতে কাপাসিয়া-ঢাকা সড়ক অবরোধ
প্রকাশ: শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪, ৯:৫২ পিএম  (ভিজিট : ১৭০)
বকেয়া বেতনও কারখানা খোলার দাবিতে কাপাসিয়া-ঢাকা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ডার্ড কমটোজিট টেক্সটাইল লিমিটেড কারখানার শ্রমিকরা। শুক্রবার (২৩ আগস্ট) দুপুরে রাজেন্দ্রপুর-কাপাসিয়া সড়কে এ বিক্ষোভ চলে। 

আন্দোলনকারী শ্রমিক আলমগীর হোসেন বলেন, গত বছরের মে মাসে কারখানা বন্ধ করে দেওয়া হয়। প্রায় এক বছর ধরে টানা বন্ধ। কিন্তু হাজারো শ্রমিকের বেতন-বোনাসসহ অন্যান্য পাওনা পরিশোধ করা হয়নি। নোটিশের মাধ্যমে শ্রমিকদের চাকরিচ্যুত করা হয়। বকেয়া পরিশোধের দাবিতে তারা সড়কে অবস্থান নিয়ে আন্দোলন করছেন বলে জানান।

ধলাদিয়া গ্রামের স্থানীয় বাসিন্দা মোশারফ হোসেন বলেন, সড়কে অবস্থান করে আন্দোলন করায় যান চলাচল বিঘ্নিত হয়েছে। এতে রাজেন্দ্রপুর-কাপাসিয়া সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। 

বিকাল ৪টায় গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক (শ্রীপুর এরিয়া) আবদুর নূর বলেন, এখনো কিছু শ্রমিক কারখানার সামনে দাড়িয়ে আছে। তবে যান চলাচল স্বাভাবিক হয়েছে।

সময়ের আলো/জিকে




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close