ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়ম ও দুর্নীতি বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
প্রকাশ: বুধবার, ২১ আগস্ট, ২০২৪, ৫:৪৩ পিএম  (ভিজিট : ৩৩৮)
ময়মনসিংহের ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়ম ও দুর্নীতি বন্ধের দাবীতে বুধবার (২১ আগস্ট) সকালে ‘টিম চেঞ্জ এক্স’ এর ব্যানারে স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে সড়কে মানববন্ধন করে সাধারণ শিক্ষার্থীরা।

মানববন্ধনে নেতৃত্ব দেন ইয়াসিন আরাফাত, তায়নূর আক্তার মনিষা, সেতু আক্তার মীম, রামিশা আনযুম জ্যোতি, আদনান সামি, নুহাদ এন খান, আহনাফ নাবিল, সুমাইয়া জামান স্নিগ্ধা, তাসলিমা আক্তার যুথি।

শিক্ষার্থীরা জানান, স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবার মান অনুন্নত, রোগীদের নিম্নমানের খাবার পরিবেশন, অ্যাম্বুলেন্স সেবা প্রাপ্তিতে দুর্ভোগ, বিশুদ্ধ খাবার পানি সরবরাহ না থাকা, ওয়ার্ডে ওয়ার্ডে অপরিচ্ছন্ন পরিবেশ, ওয়াশরুমের বেহাল দশা। এসময় এসব নানা অনিয়মের দ্রুত প্রতিকার দাবী করেন তারা।  

এছাড়াও কর্তব্যরত চিকিৎসক, নার্স ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীদের জন্য পর্যাপ্ত সুযোগ-সুবিধা না থাকা, পর্যাপ্ত টেস্ট কীট, প্রয়োজনীয় ঔষধ সরবরাহ না থাকার বিষয়টিও তুলে ধরেন।

পরে সেনাবাহিনীর একটি টিম ঘটনাস্থলে গিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে এসব সমস্যা সমাধানের আশ্বাস দিলে শিক্ষার্থীরা মানববন্ধনস্থল ত্যাগ করেন।

সময়ের আলো/জিকে




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close