ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

ঢাকা টাঙ্গাইল মহাসড়কে মেয়র পুনর্বহাল দাবিতে বিক্ষোভ
প্রকাশ: বুধবার, ২১ আগস্ট, ২০২৪, ১:৫১ পিএম  (ভিজিট : ৫৩৬)
কালিয়াকৈরে মেয়র স্ব পদে পুনর্বহাল দাবিতে বিক্ষোভ ও পথসভা করেছেন শিক্ষক শিক্ষার্থী, নারী,পুরুষ, নাগরিক অধিকার ও বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

বুধবার (২১ আগস্ট) সকালে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে চন্দ্রা এলাকায় এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

জানা গেছে, বৈষম্যকারী কোটা আন্দোলনে পর সারাদেশে মঙ্গলবার (২০ আগস্ট) পৌর মেয়র ও উপজেলা পরিষদ চেয়ারম্যান পদ থেকে অপসারণ করা হয়েছে। তারি ধারাবাহিকতায় বুধবার সকালে কালিয়াকৈর পৌরসভার মেয়র মজিবুর রহমানের স্ব-পদে পুনর্বহাল দাবিতে সকালে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে চন্দ্রা এলাকায় অবস্থান নেন হাজারো নারী,পুরুষ ও শিক্ষক, বৈষম্য আন্দোলনের শিক্ষার্থী, নাগরিক অধিকার ও ৯টি ওয়ার্ড কাউন্সিলর সহ বিএনপির নেতাকর্মীরা। পরে স্ব পদে পুনর্বহাল করার দাবিতে স্লোগান দেয় তারা। পরে পথসভায় বক্তব্য রাখেন, হারুন অর রশিদ, সাইফুদ্দিন সাজু, শামসুল আলম, আমজাদ হোসেন প্রমুখ।

একটানা সতের বছর কালিয়াকৈর পৌরসভার দায়িত্ব পালন করেছেন মেয়র মজিবুর রহমান। তিনি প্রতিটি ওয়ার্ড মহল্লায় উন্নয়নের করেছেন। যার ফলে তাকে স্ব-পদে পুনর্বহাল দাবিতে হাজার হাজার লোক আজ রাজপথে নেমেছেন। আমরা স্ব পদ পুনর্বহাল না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব।


সময়ের আলো/এএ/




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close