ই-পেপার রোববার ৬ অক্টোবর ২০২৪
রোববার ৬ অক্টোবর ২০২৪

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শ্রমিক রিয়াজুল হত্যায় মামলা দায়ের
প্রকাশ: বুধবার, ২১ আগস্ট, ২০২৪, ১২:২৪ এএম  (ভিজিট : ৩১২)
মুন্সিগঞ্জে গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের সাথে যোগ দিয়ে গুলিবিদ্ধ হয়ে রিয়াজুল ফরাজি নামে এক শ্রমিক নিহতের ঘটনায় মুন্সিগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ফয়সাল বিপ্লবসহ ২০৮ জনকে এজাহার নামিয় আসামি ও অজ্ঞাতনামা আরও  ৩শ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন মুন্সিগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান।

তিনি জানান, নিহতের স্ত্রী রুমা বেগম বাদী হয়ে সাবেক সংসদ সদস্য ফয়সাল বিপ্লবসহ ২০৮ জনকে এজাহার নামিয় আসামি ও ৩০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মুন্সিগঞ্জ সদর থানায় হত্যা মামলা দায়েরের জন্য একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

এর প্রেক্ষিতে পর্যালোচনা করে সোমবার দিবাগত রাত ১ টার দিকে মামলাটি গ্রহণ করা হয়।

মামলার অন্যান্য আসামিদের মধ্যে রয়েছেন মুন্সিগঞ্জ গজারিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মনছুর আহম্মেদ খান,মিরকাদিম পৌর আওয়ামী লীগ সভাপতি শহিদুল ইসলাম শাহিন, পঞ্চসার ইউনিয়ন  চেয়ারম্যান গোলাম মোস্তফা,রামপাল ইউনিয়ন চেয়ারম্যান বাচ্চু শেখ।

উল্লেখ,গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের সাথে যোগ দিয়ে মুন্সিগঞ্জ সুপার মার্কেট সংলগ্ন এলাকায় সহিংসতায় গুলিবিদ্ধ হয়ে নিহত হয় শ্রমিক রিয়াজুল ফরাজি। তার বাড়ি মুন্সিগঞ্জ শহরের উত্তর ইসলামপুর এলাকায়।

সময়ের আলো/আরএস/ 




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close