ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

বিসিএস নন-ক্যাডারের ফলাফল বাতিল চান চাকুরি প্রত্যাশীরা
প্রকাশ: মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪, ৭:৫৪ পিএম  (ভিজিট : ২০৪)
৪৩তম বিসিএসের নন-ক্যাডারের ফলাফল বাতিল চেয়েছেন নন-ক্যাডার চাকুরি প্রত্যাশীরা। মঙ্গলবার (২০ আগস্ট) সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান বরাবর এক লিখিত আবেদনে তারা এ দাবি জানান। 

এছাড়াও ৪৩তম বিসিএসের ভাইভায় চুড়ান্তভাবে উত্তীর্ণ কিন্তু ক্যাডার বঞ্চিত প্রার্থীদের পূর্ণাঙ্গ নন-ক্যাডার তালিকা প্রকাশের দাবিও জানিয়েছেন তারা। একই সাথে ৪৪তম বিসিএসের চূড়ান্ত ফলাফল ঘোষণার আগ পর্যন্ত শূন্য হওয়া সকল পদ ৪৩তম বিসিএস থেকে সুপারিশ করার আবেদনও জানিয়েছেন তারা।

মঙ্গলবার (২০ আগস্ট) বৈষম্যবিরোধী নন-ক্যাডার প্রত্যাশীদের ব্যানারে রাজধানীর সচিবালয়ের সামনে অবস্থান নিয়ে এসব দাবি তুলে ধরেন আন্দোলনকারীরা।
আন্দোলনকারীরা জানান, সরকারি কর্মকমিশনের কাছে ৩ দফা দাবি হলো, বৈষম্যমূলক ৪৩ তম বিসিএস নন-ক্যাডার ফলাফল বাতিল করে অনতিবিলম্বে চূড়ান্তভাবে উত্তীর্ণ কিন্তু ক্যাডার বঞ্চিত এমন প্রার্থীর পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করতে হবে।

পিএসসি থেকে নতুনভাবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে অধিযাচন পাঠিয়ে ৪৪তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশের আগ পর্যন্ত পদসংখ্যা বাড়িয়ে অধিক সংখ্যক প্রার্থীর চাকরির নিশ্চয়তা তৈরি করতে হবে। 

এছাড়াও বিজ্ঞপ্তিতে উল্লেখিত ২০১৪ এর নন-ক্যাডার বিধি অনুযায়ী পরবর্তী চলমান বিসিএসগুলোতেও (৪৪, ৪৫ ও অন্যান্য) নন-ক্যাডার নিযোগের পথকে সুগম করার দাবি জানান তারা।

সময়ের আলো/এম 




এই ক্যাটেগরির আরো সংবাদ


https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close