ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

রাউজান কলেজে যোগ দিলেন বিতাড়িত ৯ শিক্ষক-কর্মচারী
প্রকাশ: মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪, ৬:১৮ পিএম  (ভিজিট : ২১৪)
চট্টগ্রামের রাউজান কলেজ সরকারি থেকে বিতাড়িত সাতজন শিক্ষক ও দুই কর্মচারী ১৫ বছর পর স্ব স্ব পদে যোগদান করেছেন। ভুক্তভোগীদের অভিযোগ স্বৈরচার আওয়ামী লীগ সরকারের আমলে রাউজানের দোসরা তাদেরকে কলেজ থেকে বিতাড়িত করেন নানা অজুহাত দেখিয়ে। 

১৫ বছর পর যারা যোগ দিয়েছেন তারা হচ্ছেন- অর্থনীতি বিভাগের প্রভাষক মো. নজরুল ইসলাম, রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ তসলিম উদ্দিন, প্রাণীবিজ্ঞান বিভাগের প্রভাষক শওকত উদ্দিন ইবনে হোসেন, হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক জহুরুল আলম, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক মোহাম্মদ আবুল মোস্তফা, আইসিটি বিভাগের প্রভাষক এস.এম. হাবিব উল্লাহ, ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক মো. আতিক উল্লাহ চৌধুরী, অর্থনীতি বিভাগের প্রভাষক শামসুল আনোয়ার, মসজিদের ইমাম মো. নুরুল আলম, নিম্নমান সহকারী মো. আমিনুল ইসলাম পাটোয়ারী। 

মঙ্গলবার (২০ আগস্ট) এই তথ্য নিশ্চিত করেছেন রাউজান সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সেলিম নাওয়াজ চৌধুরী। 

তিনি বলেন, নির্যাতিত শিক্ষক কর্মচারীদের রাজনৈতিক টেক দিয়ে বিতাড়িত করা হয়েছিল। দীর্ঘ সময় থেকে এসব শিক্ষক-কর্মচারী বেতন ভাতা উত্তোলন করতে না পেরে মানবেতর জীবন যাপন করেন।

সময়ের আলো/আরআই


আরও সংবাদ   বিষয়:  রাউজান কলেজ   বিতাড়িত শিক্ষক-কর্মচারী   রাউজান-চট্টগ্রাম  




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close