ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

সাবেক ত্রাণ প্রতিমন্ত্রীসহ ১৫১ জনের বিরুদ্ধে মামলা
প্রকাশ: সোমবার, ১৯ আগস্ট, ২০২৪, ৫:৪০ পিএম  (ভিজিট : ২০২)
পটুয়াখালীর কলাপাড়ায় বিএনপি নেতাকর্মীদের মারধর ও বিএনপি কার্যালয় ভাঙচুরের ঘটনায় সাবেক ত্রাণ প্রতিমন্ত্রী মহিববুর রহমানকে প্রধান করে ও ৫১ আওয়ামী লীগ নেতার নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১০০ জনের নামে মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় বর্তমান ও সাবেক উপজেলা চেয়ারম্যান এবং পৌর মেয়রের নাম নির্দেশদাতা হিসেবে উল্লেখ করা হয়েছে। 

রোববার (১৮ আগস্ট) রাতে উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুর রহমান বিশ্বাস বাদী হয়ে কলাপাড়া থানায় এ মামলাটি দায়ের করেন।

মামলায় তিনি উল্লেখ করেন, গত বছরের ৩০ আগস্ট রাত আটটার দিকে আসামিরা বিএনপি কার্যালয়ে প্রবেশ করে নেতাকর্মীদের মারধর, চেয়ার টেবিল ও আসবাবপত্র ভাঙচুর করে। এছাড়া বোমা ও ককটেল বিস্ফোরণ করে বিএনপি কার্যালয়ের টিভি ও সকল সিলিং ফ্যান লুট করে নিয়ে যাওয়া হয়। এতে ৫ লাখ ৬০ হাজার টাকার ক্ষতি সাধিত হয়। 

কলাপাড়া থানার ওসি তদন্ত মোস্তাফিজুর রহমান জানান, মামলা রুজু করা হয়েছে। তদন্ত চলমান রয়েছে।

সময়ের আলো/আরআই


আরও সংবাদ   বিষয়:  বিএনপি কার্যালয়-ভাঙচুর   মামলা   পটুয়াখালী   




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close