ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

দৌলতপুর সীমান্তে বিএসএফের হাতে ৫ বাংলাদেশি আটক
প্রকাশ: রবিবার, ১৮ আগস্ট, ২০২৪, ১১:৪৫ পিএম  (ভিজিট : ২৪৪)
ভারত ভূখণ্ডে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ৫ বাংলাদেশি তরুণকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। রোববার (১৮ আগস্ট) সকাল সাড়ে ৬ টার দিকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নের জামালপুর সীমান্তের ১৫২/৭-এস সীমান্ত পিলার সংলগ্ন ভারত ভূখণ্ড থেকে তাদের আটক করা হয়।

স্থানীয় সূত্র জানায়, ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার হোগলবাড়িয়া থানার মেঘনা ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা তাদের আটক করে ক্যাম্পে নিয়ে যায়।

আটক বাংলাদেশি তরুণরা হলো- জামালপুর সীমান্ত এলাকার কাবুল হোসেনের ছেলে রাব্বি হোসেন (১৭), লালন হোসেনের ছেলে বিপ্লব হোসেন (১৮), বিশু মন্ডলের ছেলে জিয়ারুল ইসলাম (১৭), জুলমত হোসেনের ছেলে রফিকুল ইসলাম (১৮), জিল্লুর রহমানের ছেলে রোহান হোসেন (১৭)।

ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রাগপুর ইউপি চেয়ারম্যান আশরাফুজ্জামান মুকুল সরকার জানান, রোববার (১৮ আগস্ট) সকালে জামালপুর সীমান্তের ভারত ভূখণ্ড থেকে ৫ বাংলাদেশি যুবককে আটক করে নিজ ক্যাম্পে নিয়ে গেছে বিএসএফ। আটক যুবকরা সকলেই মাদক চোরাকারবারির সাথে জড়িত বলেও তিনি উল্লেখ করেন।

এ বিষয়ে ৪৭ বিজিবি অধীনস্থ প্রাগপুর কোম্পানি কমান্ডার সুবেদার বাশারুল ইসলাম বলেন, ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে ৫ বাংলাদেশি তরুণকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে আটকদের পুলিশে সোপর্দ করেছে বলে বিএসএফ সূত্র জানিয়েছে।

এদিকে মেঘনা বিএসএফ ক্যাম্পের কমান্ডার ইন্সপেক্টর কল্যাণ ঘোষ বলেন, আজ (রোববার) দুপুর ১টায় একই সীমান্তে পতাকা বৈঠকে আটক বাংলাদেশিদের গোগলাবাড়ি থানা পুলিশে সোপর্দ করার বিষয়টি জানানো হয়।

সময়ের আলো/আরআই


আরও সংবাদ   বিষয়:  দৌলতপুর সীমান্ত   বিএসএফ-বাংলাদেশি আটক   দৌলতপুর-কুষ্টিয়া  




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close