ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

ঢাকার টিচার্স ট্রেনিং কলেজ থেকে অস্ত্র ও মাদক উদ্ধার
প্রকাশ: রবিবার, ১৮ আগস্ট, ২০২৪, ৮:৪৯ পিএম আপডেট: ১৮.০৮.২০২৪ ৯:৩১ পিএম  (ভিজিট : ১৯৭)
ঢাকার সরকারি টিচার্স ট্রেনিং কলেজে ছাত্রলীগ নিয়ন্ত্রিত বিভিন্ন আবাসিক হল থেকে দেশীয় অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়েছে।

রোববার (১৮ আগস্ট) বৈষম্যবিরোধী আন্দোলনের কর্মীরা কলেজটির কয়েকটি আবাসিক হলে অভিযান চালায়। 

হলগুলো থেকে ছোরা, রামদা, হাসুয়া, রড, হকিস্টিক, লাঠি ও ক্রিকেট স্ট্যাম্প এবং কিছু মদের বোতল উদ্ধার করা হয়। এ সময় টিচার্স ট্রেনিং কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অভিযানের পর অস্ত্রগুলো ছাত্রাবাসের সামনে এনে জড়ো করা হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসিবুল ইসলাম জানান, ঢাকার সরকারি টিচার্স ট্রেনিং কলেজের আবাসিক হলগুলো দীর্ঘদিন ধরে নিয়ন্ত্রণ করে আসছিল ছাত্রলীগ। তাদের কাছে খবর ছিল সেখানে বিপুল পরিমাণ দেশি অস্ত্র মজুদ আছে। এমন খবর পাওয়ার পর তারা অভিযান শুরু করে। প্রতিটি হলে গিয়ে রুম থেকে অস্ত্র উদ্ধার করা হয়। এই অস্ত্রগুলো বিভিন্ন সময়ে ছাত্রলীগের নেতাকর্মীরা ব্যবহার করতেন। সর্বশেষ কোটা সংস্কার আন্দোলনের সময় আন্দোলনকারীদের ওপর এসব অস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছে।

সময়ের আলো/জিকে




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close