ই-পেপার রোববার ৬ অক্টোবর ২০২৪
রোববার ৬ অক্টোবর ২০২৪

নাটোরে শেখ হাসিনাসহ ১১১ জনের বিরুদ্ধে হত্যা মামলা
প্রকাশ: রবিবার, ১৮ আগস্ট, ২০২৪, ৮:৩৬ পিএম  (ভিজিট : ১৯২)
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে নাটোরে স্কুল ছাত্র মো. ইয়াসিন ইসলামকে (১৭) তুলে নিয়ে আগুনে পুড়িয়ে হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্থানীয় সাবেক সাংসদ সদস্যসহ ১১১ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে।

রোববার (১৮ আগস্ট) দুপুরে নিহতের বাবা ফজের আলী বাদী হয়ে নাটোর সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

এ মামলায় প্রধান আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, নাটোর-২ আসনের সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজানকে।

এ ছাড়া উল্লেখযোগ্য আসামিরা হলেন- নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলী, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. সিরাজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোর্তুজা আলী বাবলু, পৌর আওয়ামী লীগের সভাপতি সৈয়দ মোস্তাক আলী মুকুল, অ্যাড. মালেক শেখ, জাহিদুর রহমান জাহিদ, ফিরোজ, জামিল হোসেন মিলন, শ্রমিক নেতা বাবুল আকতার, মজিবুর রহমান, অ্যাড. সায়েম হোসেন উজ্জ্বল, ঠিকাদার আকু বিহারী, মো নাজমুল হোসেন সরকার, চিত্ত রঞ্জন সাহা, সুজিত (ঠিকাদার), মোস্তারুল ইসলাম আলম, রতন প্রামানিক, নয়ন সরকার, পৌর কাউন্সিলর আরিফুর রহমান মাসুম, স্থানীয় সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী আকরাম হোসেন পিএস।

মামলার বাদী মো. ফজের আলী জানান, গত (৪ আগস্ট) নাটোরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ গ্রহণ করে আমার ছেলে মো. ইয়াসিন ইসলাম। সকাল ১০টার দিকে শহরের মাদ্রাসা মোড় প্রথম আসামির হুকুমে অন্যান্য আসামিরা হাতে পিস্তল, ছুরি, ধারালো হাসুয়া, কুড়াল, রামদা নিয়ে সমাবেশে দলবদ্ধ হয়ে ছাত্রদের আন্দোলোন বন্ধ করতে মারপিট শুরু করে। এরপর ৩ নম্বর আসামির হুকুমে আমার ছেলেকে এলোপাতাড়ি মারপিট করলে মাটিতে লুটিয়ে পড়ে। পরে আমার ছেলেকে ২ নম্বর আসামির বাড়িতে নিয়ে গিয়ে দ্বিতীয় তলায় একটি কক্ষে আটক রাখে। পরের দিন (৫ আগস্ট) বিকেলে ২ নম্বর আসামি আমার ছেলেকে পুড়িয়ে মেরে ফেলতে সেই কক্ষে আগুন দিয়ে পালিয়ে যায়। পরদিন সকাল ৯ টার সময় ওই বাড়ির কক্ষ থেকে আমার ছেলের মরদেহ উদ্ধার করি। 

সার্বিক পরিস্থিতির কারণে পুলিশের কর্মবিরতি থাকায় থানায় মামলা করতে পারি নাই বলে জানান মামলার বাদী ফজের আলী। 

সময়ের আলো/আরআই






আরও সংবাদ   বিষয়:  ছাত্র আন্দোলন-নিহত   হত্যা মামলা-আসামি-শেখ হাসিনা   নাটোর-রাজশাহী  




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close