ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

রাজশাহীতে দোকান দখল নিয়ে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষ, আহত ১২
প্রকাশ: শনিবার, ১৭ আগস্ট, ২০২৪, ৮:৩৫ পিএম  (ভিজিট : ৮৯৪)
রাজশাহীর পুঠিয়ায় মসজিদের দোকান ঘর দখল নিয়ে বিএনপি সমর্থিত দু’গ্রুপের সংঘর্ষে ১২ জন আহত হয়েছে। শনিবার (১৭ আগস্ট) দুপুর দেড়টার দিকে ওই সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয়দের ভাষ্যমতে পুঠিয়া রাজবাড়ী বাজারের ফারুক গ্রুপ ও বিএনপি সমর্থিত শাব্বির গ্রুপ মধ্যে সংঘর্ষ হয়। 

এসময় ফারুক গ্রুপে আহত হয় ৪ জন। তারা হলো- ফারুক (৪০), এনামুল (৪৫), রুবেল (৩২), ভুট্টো (৩৫)। অপরদিকে শাব্বির গ্রুপেও ৪ জন আহত হয়েছে। তারা হলো- মো. চান্দু (৪৫), শাকিব (২২), দিপ (৩২), বাবু (৩৩)। 

উভয় গ্রুপের নেতা-কর্মীদের গুরুতর আহত হয়। আহতদের মধ্যে সাকিব নামের ব্যক্তি প্রতিপক্ষের আক্রমণে পেটে ছুরি দ্বারা গুরুতর আহত হয়। পরবর্তীতে স্থানীয় জনসাধারণ গুরুতর আহত সাকিবকে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

এ বিষয়ে পুঠিয়া থানার ওসি সাইদুর রহমান জানান, এ বিষয়ে এখন পর্যন্ত থানায় কোন অভিযোগ আসেনি। থানায় অভিযোগ আসলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সময়ের আলো/আরআই


আরও সংবাদ   বিষয়:  বিএনপির দু’গ্রুপের সংঘর্ষ-হতাহত   পুঠিয়া-রাজশাহী  




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close