ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

চট্টগ্রামে সাবেক সংসদ সদস্য এম এ লতিফ তিনদিনের রিমাণ্ডে
প্রকাশ: শনিবার, ১৭ আগস্ট, ২০২৪, ৬:১৯ পিএম  (ভিজিট : ২৪২)
বৈষম্যবিরোধী আন্দোলনে কর্মীদের উপর ককটেল বিস্ফোরণের মামলায় চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনের সাবেক সংসদ সদস্য এম এ লতিফের তিনদিনের রিমাণ্ড মঞ্জুর করেছেন আদালত। 

শনিবার (১৭ আগস্ট) চট্টগ্রামের প্রথম মেট্রোপলিটন আদালতের বিচারক জুয়েল দেব এ আদেশ দেন। এর আগে সকালে তাকে আদালতে হাজির করে পুলিশ সাতদিনের রিমাণ্ড চেয়ে আবেদন করে। আদালত তিনদিনের রিমান্ড মঞ্জুর করে।

নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (প্রসিকিউশন বিভাগ) মফিজ উদ্দিন জানান, বিস্ফোরক দ্রব্য আইনে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছিল। ওই মামলায় পুলিশ সাবেক সংসদ সদস্য এম এ লতিফের সাতদিনের রিমাণ্ড আবেদন করেছিল। আদালত তিনদিনের রিমাণ্ড মঞ্জুর করেছেন।

গত ৯ আগস্ট নগরীর মাদারবাড়ি নসু মালুম মসজিদ এলাকা থেকে এম এ লতিফকে হেফাজতে নিয়েছিল সেনাবাহিনী। শুক্রবার (১৬ আগস্ট) ডবলমুরিং থানায় এরশাদ নামে এক যুবক এম এ লতিফসহ ১৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১০০ থেকে ১৫০ জনকে আসামি করে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করেন। মামলার বাদী এরশাদ বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গুলিবিদ্ধ হওয়ার কথা উল্লেখ করেছেন। 

পুলিশ বলছে শনিবার (১৭ আগস্ট) এ লতিফকে বায়েজিদ বোস্তামি এলাকা থেকে গ্রেফতার করা হয়।

সময়ের আলো/জিকে




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close