ই-পেপার রোববার ৬ অক্টোবর ২০২৪
রোববার ৬ অক্টোবর ২০২৪

মাদারীপুরে আন্দোলনে নিহত রোমান বেপারীর নামে সড়ক
প্রকাশ: শনিবার, ১৭ আগস্ট, ২০২৪, ৫:১৫ পিএম  (ভিজিট : ১৮৪)
মাদারীপুরে কোটা সংস্কার আন্দোলনে গুলিতে মারা যাওয়া রোমান বেপারীর নামে একটি সড়কের নামকরণ উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৭ আগস্ট) দুপুরে মাদারীপুর সদর উপজেলার খাগদী এলাকার একটি সড়কের নামকরণ উদ্বোধন করে বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা। 

এর আগে সকালে নিহত রোমান বেপারীর বাড়িতে গিয়ে তার কবর জিয়ারত করেন ছাত্র-জনতা।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, গত ১৯ জুলাই কোটা সংস্কার আন্দোলনে গুলিতে মারা যান মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের সিরাজ বেপারীর ছেলে রোমান বেপারী (৩০)। শনিবার (১৭ আগস্ট) দুপুরে মাদারীপুর সদর উপজেলার খাগদী বাসস্ট্যান্ড থেকে ভদ্রখোলা পর্যন্ত সড়কের নামকরণ করা হয় ‘শহীদ রোমান বেপারী সড়ক’। পরে এর উদ্বোধন করেন বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা।

এ সময় জামায়াতে ইসলামী মাদারীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মোখলেসুর রহমান, মস্তফাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কাজী আবুল বাশার, বৈষম্যবিরোধী আন্দোলনের জেলা সমন্বয়ক আব্দুর রহমান, গুলিতে নিহত রোমান বেপারীর বাবা সিরাজ বেপারীসহ অন্যরা উপস্থিত ছিলেন।

সময়ের আলো/আরআই


আরও সংবাদ   বিষয়:  কোটা সংস্কার আন্দোলন   নিহত-হতাহত   মাদারীপুর-ঢাকা  




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close