ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

তেঁতুলিয়ায় প্রকাশ্যে কাটা হচ্ছে সরকারি গাছ
প্রকাশ: শনিবার, ১৭ আগস্ট, ২০২৪, ৯:২৭ এএম  (ভিজিট : ২৭৮)
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের কাঁটাপাড়া কাজী ফামর্স লিমিটেড সংলগ্ন কাঁচা রাস্তার দুই পার্শ্বে অবস্থিত ইউক্যালিপটাস ও নিম গাছ কাটার মহোৎসব চলছে।

শুক্রবার (১৬ আগস্ট) দুপুরের দিকে এ গাছ কাটার ঘটনাটি ঘটে।

স্থানীয় কয়েক ব্যক্তি এসব গাছ কেটে নিয়ে যাচ্ছে স’মিলে। ফলে রাজস্ব হারাচ্ছে সরকার।

জানা গেছে, ওই ইউনিয়নের কাঁটা পাড়া কাজী ফামর্স লিমিটেড এর সংলগ্ন দুইধারের বৃহৎ আকারের মূল্যবান তিনটি ইউক্যালিপটাস ও ছয়টি নিম গাছ স্থানীয় কয়েক জন ব্যক্তি অবাধে কেটে ফেলছে। পরে গাছগুলো কাঠ ব্যবসায়ীর কাছে বিক্রি করে দেওয়া হচ্ছে। ব্যবসায়ীরা গাছগুলো গুলো ভ্যানে করে স’মিলে নিয়ে যাচ্ছেন।

গাছ কাটার সঙ্গে জড়িত মাহবুব জানান, ওই ইউনিয়নের নারায়নগছ গ্রামের মৃত- টেনির ছেলে মো: তরিকুল  ও রফিকুল এ গাছ গুলো স’মিল মালিক মো: ফিরোজের সঙ্গে চুক্তি করে গাছ কাটার কাজ করছেন। তরিকুল গাছ কাটার বিষয় স্বীকার করে জানান, গাছ গুলো তিনি ও তার ছোট ভাই রফিকুল স’মিল মালিক ফিরোজ ও মাহবুবের কাছে বিক্রি করিয়াছি। যদি সরকারি সিমানায় গাছগুলো পরে থাকে। গাছ গুলো নিয়ে গেলে আমার কোন আপত্তি থাকিবে না।

গাছ ব্যবসায়ী ওই ব্যক্তি জানান, আমি গাছ গুলো নায্য দামে ক্রয় করেছি, আমাকে জানানো হয়নি এগাছ গুলো সরকারি।

বুড়াবুড়ি ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা মো: আসাদুজ্জামান বাদল জানান, গ্রাম পুলিশ আপেল এর মাধ্যমে জানতে পারি সরকারি রাস্তার গাছ কাটা হচ্ছে, ওই গাছ গুলো জব্দ করে রাখতে বলা হয়েছে। ঘটনা স্থলে গিয়ে গাছ গুলো ভূমি অফিসে নিয়ে আসা হবে।

এ ব্যাপারে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মাহবুবুল হাসান জানান, গাছ কাটা ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


সময়ের আলো/এএ/






https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close