ই-পেপার রোববার ৬ অক্টোবর ২০২৪
রোববার ৬ অক্টোবর ২০২৪

রাতে মাছ ধরা অবস্থায় নৌকায় বজ্রপাত, নিহত ২
প্রকাশ: শুক্রবার, ১৬ আগস্ট, ২০২৪, ২:১১ পিএম  (ভিজিট : ১৯০)
কিশোরগঞ্জের করিমগঞ্জে বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ২ ব্যক্তির মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও তিনজন। বৃহস্পতিবার (১৫ আগস্ট) গভীর রাতে উপজেলার জয়কা ইউনিয়নের উত্তর কলাবাগ এলাকায় ভোলাডোবা বিলে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জয়কা ইউনিয়নের উত্তর কলাবাগ গ্রামের মোহাম্মদ আলীর ছেলে কাঞ্চন মিয়া (৩৫) ও একই গ্রামের মো. আবুল কাশেমের ছেলে আলী আকবর (৩২)।

করিমগঞ্জ থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আলী আকবর ও কাঞ্চন মিয়াসহ কয়েকজন জেলে বৃহস্পতিবার রাতে জাল দিয়ে মাছ ধরতে নৌকা নিয়ে ভোলাডোবা বিলে যান। মাছ ধরা অবস্থায় রাত আড়াইটার দিকে হঠাৎ বৃষ্টির সাথে বজ্রপাত শুরু হয়। একপর্যায়ে নৌকায় বজ্রপাত হলে ঘটনাস্থলে মারা যায় কাঞ্চনমিয়া ও আলী আকবর। এ সময় আহত হন আরও তিনজন। আহতদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

সময়ের আলো/আরআই


আরও সংবাদ   বিষয়:  বজ্রপাতে মৃত্যু   কিশোরগঞ্জ-ঢাকা  




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close