ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

টেকনাফে বিদ্যুৎস্পৃষ্টে বন্য হাতির মৃত্যু
প্রকাশ: শুক্রবার, ১৬ আগস্ট, ২০২৪, ১২:১০ পিএম  (ভিজিট : ৩৮৩)
কক্সবাজার সীমান্ত উপজেলা টেকনাফ বাহারছড়া ইউনিয়নের নোয়াখালীস্থ কোনাপাড়া এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক বন্য হাতির মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৬ আগস্ট) ভোর ৫ টার দিকে এই ঘটনা ঘটে। হাতিটির আনুমানিক বয়স ২৫ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এটি পুরুষ হাতি ছিল।

স্থানীয়রা জানায়, ফজরের নামাজের পর কোনার পাড়া মো. হোসেনের ভিটা বাড়িতে আগুন দেখা যাচ্ছে। গিয়ে দেখি এক হাতি চটপট করতেছে। হোসেনের বাড়ির দরজা ধাক্কা দিয়ে বলি কারেন্ট বন্ধ করে দিতে। কারেন্ট বন্ধ করার কিছুক্ষণ পর হাতির মৃত্যু হয়। বিষয়টি বনবিভাগে খবর দেওয়া হলে কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে। কে বা কারা এই কাজে জড়িত খোঁজ খবর নিচ্ছেন।

স্থানীয় ৯ নং ওয়ার্ডের মেম্বার মোহাম্মদ ইলিয়াস জানান, আমার এলাকার কোনা পাড়াতে হাতির মৃত্যু হয়েছে শুনে ঘটনা স্থলে দেখতে গিয়েছিলাম, হাতির গায়ে একটি ক্ষতের চিহ্ন আছে। তবে সেটি কি বিদ্যুৎস্পৃষ্টের চিহ্ন না অন্য কিছু তা বলতে পারছিনা। 

টেকনাফ বন বিভাগের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মনিরুজ্জামান জানান, আমাদের টিম ঘটনা স্থলে আছে, আমিও যাচ্ছি। পাশাপাশি মৃত্যু কারণ সনাক্ত করতে ময়নাতদন্তের জন্য ভেটেরিনারি সার্জন কক্সবাজার থেকে ঘটনা স্থলে আসছে। বিস্তারিত পরে জানানো হবে বলে জানান।

সময়ের আলো/আরআই


আরও সংবাদ   বিষয়:  বিদ্যুৎস্পৃষ্ট-বন্য হাতির মৃত্যু   টেকনাফ-কক্সবাজার   




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close