ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

মিয়ানমার থেকে আসা ১০ কোটি টাকার অবৈধ কাঠ জব্দ
প্রকাশ: শুক্রবার, ১৬ আগস্ট, ২০২৪, ১০:৩৭ এএম আপডেট: ১৭.০৮.২০২৪ ৩:৫৭ পিএম  (ভিজিট : ২৯৩)
কক্সবাজার সীমান্ত উপজেলা টেকনাফ স্থলবন্দরে মিয়ানমার হতে সরকারি কর-শুল্ক ফাঁকি দিয়ে ৮টি ট্রলারে অবৈধভাবে আমদানি করা ৪ হাজার ৮৭ পিস কাঠ জব্দ করেছে বিজিবি। জব্দ করা কাঠের আনুমানিক বাজারমূল্য ১০ কোটি ৫ লাখ ৭৬ হাজার ৭৫০ টাকা।

গত বুধবার (১৪ আগস্ট) কাঠগুলো টেকনাফ শুল্ক গুদামে জমা করা হয়েছে।

টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ জানান, গত ৮ আগস্ট বড়ইতলী দিয়ে ট্রলারে মিয়ানমার থেকে অবৈধ কাঠ টেকনাফে স্থলবন্দরে আসতে পারে- এমন সংবাদে দমদমিয়া বিওপির টহল দল সীমান্ত এলাকায় পর্যবেক্ষণ করতে থাকে। পরে আটটি ট্রলার নাফ নদী সীমান্তের শূন্য রেখা অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে আসে। পরে টহল দল ট্রলারগুলোকে থামার সংকেত দেয়।

পরে ট্রলারগুলো তল্লাশি করে সরকারি কর-শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে মিয়ানমার থেকে আমদানি করা তিন হাজার ১০৯ পিস (২৩ হাজার ৫৫৯ সিএফটি) গর্জন, ২৯৯ পিস (১ হাজার ২০৯ সিএফটি) বার্মাটিক এবং ৬৭৯ পিস (৪ হাজার ৪৪৯ সিএফটি) চম্পাফুল কাঠ জব্দ করা হয়।

তিনি জানান, জব্দ কাঠের আনুমানিক বাজারমূল্য ১০ কোটি ৫ লাখ ৭৬ হাজার ৭৫০ টাকা। গত ৮ আগস্ট রাতে জব্দ করা কাঠগুলো গণনা করে ১৪ আগস্ট টেকনাফ শুল্ক গুদামে জমা করা হয়েছে।

সময়ের আলো/আরআই


আরও সংবাদ   বিষয়:  সরকারি কর-শুল্ক ফাঁকি   আমদানি-অবৈধ কাট জব্দ   টেকনাফ-কক্সবাজার  




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close