ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

পদত্যাগ করলেন চুয়েটের উপ-উপাচার্য
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪, ১১:১১ পিএম  (ভিজিট : ২১২)
শিক্ষার্থীদের দাবির মুখে উপাচার্যের পর এবার পদত্যাগ করেছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপ-উপাচার্য অধ্যাপক ড. জামাল উদ্দীন আহমদ। বৃহস্পতিবার (১৫ আগস্ট) সন্ধ্যা ৬ টায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) বরাবর উপ-উপাচার্য পদত্যাগের আবেদন করেছেন। 

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

এ ব্যাপারে ড. জামাল উদ্দীন আহমদ বলেন, আমি সবসময় চুয়েটের কল্যাণ কামনা করি। আমি চাই চুয়েটে যেন অকল্যাণ না হয়। সবাই যেহেতু চাচ্ছে। আমি চাই কোনো অশান্তি না হোক। আমি ছাত্রদের জন্য, সবার জন্যেই কাজ করেছি। সামনেও আমি ভালো কাজের জন্য, সবার জন্য কল্যাণময় কাজে থাকব ইনশা-আল্লাহ।

এর আগে, ২০২৪ সালের ১৫ ফেব্রুয়ারি শিক্ষা মন্ত্রণালয়ের জারীকৃত এক প্রজ্ঞাপনে অধ্যাপক ড. জামাল উদ্দীন আহমদকে উপ-উপাচার্য পদে নিয়োগ দেয়া হয়।

উল্লেখ্য, গত মঙ্গলবার (১৩ আগস্ট) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ দপ্তরের উপ-পরিচালক অধ্যাপক ড. মো. সাইফুল ইসলামের কাছে ৩ দফা দাবি পেশ করেন চুয়েটের সাধারণ শিক্ষার্থীরা। এতে উপাচার্য, উপ-উপাচার্য ও ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালকের ৪৮ ঘণ্টার মধ্যে পদত্যাগসহ ১৫ আগস্টের মধ্যে ভারপ্রাপ্ত উপাচার্য নিয়োগের দাবি জানায় তারা। এরই পরিপ্রেক্ষিতে আজ পদত্যাগ পত্র জমা দেন অধ্যাপক ড. জামাল উদ্দীন আহমদ।

সময়ের আলো/আরআই


আরও সংবাদ   বিষয়:  চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়   উপ-উপাচার্যের পদত্যাগ  




এই ক্যাটেগরির আরো সংবাদ


https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close