ই-পেপার রোববার ৬ অক্টোবর ২০২৪
রোববার ৬ অক্টোবর ২০২৪

নাটোরে বিএনপির অবস্থান কর্মসূচি
শেখ হাসিনাকে ভারত থেকে এনে বিচার করতে হবে: দুলু
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪, ৫:১৩ পিএম  (ভিজিট : ১৯০)
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সদস্য সাবেক উপমন্ত্রী এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে বসে ষড়যন্ত্র করছেন। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি করে তিনি বলেন, দ্রুত গণহত্যাকারী শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে এনে জাতির সামনে বিচারের মুখোমুখি করতে হবে। শেখ হাসিনা সেনাবাহিনী, র‌্যাব বাহিনী, পুলিশ বাহিনী, প্রশাসন বাহিনী দিয়ে ১৫ বছর দেশ চালিয়েছেন। কিন্তু শেষ পর্যন্ত শতশত মানুষকে গুলি করে হত্যা করে ক্ষমতায় থাকতে পারেননি। ষড়যন্ত্র করলে এদেশের ছাত্র-জনতা প্রতিহত করবে। আর ক্ষমতায় আসার সুযোগ নাই। অবৈধ অস্ত্র দিয়ে যারা বিএনপির নেতাকর্মীদের খুন ও নির্যাতন করেছে সেসকল সন্ত্রাসী মন্ত্রী এমপিদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) বেলা ১১টার দিকে জেলা বিএনপি আয়োজিত আলাইপুরস্থ বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজের সভাপতিত্বে আয়োজিত এক অবস্থান কর্মসূচীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দুলু বলেন, ৭১ এ গণহত্যার জন্য জামায়াতে ইসলামকে যদি নিষিদ্ধ করা হয়, তবে হাজার হাজার ছাত্র-জনতাকে গুলি করে হত্যার জন্য আওয়ামী লীগ কেন নিষিদ্ধ করা হবে না। আমাদের দাবি অতি সত্ত্বর আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। শেখ হাসিনা গণমাধ্যমে তারেক রহমানের ছবি ও বক্তব্য প্রচার করতে দেওয়া হয়নি। যে যে টেলিভিশন, পত্রিকা খুনি শেখ হাসিনার ছবি ও বক্তব্য প্রচার করবে সে সে টেলিভিশন ও পত্রিকা অফিস আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হবে।  

তিনি বলেন, এই দীর্ঘ সময়ে আমরা ভোট ও ভাতের জন্য আন্দোলন করেছি। বিগত ১৫ বছর আমিসহ বিএনপির অসংখ্য নেতাকর্মী আক্রমণ ও নির্যাতনের শিকার হয়েছি। পুলিশ নির্যাতিত বিএনপির নেতাকর্মীদের কোন মামলা নেয়নি। সারা দেশের মানুষ আজ মুক্ত। নাটোরে মাটিতে আর কোন সন্ত্রাসীদের স্থান হবে না। আগামী নাটোরের সকল পেশার মানুষকে সাথে নিয়ে নাটোরের মানুষের শান্তি ও উন্নয়নের জন্য যা যা করা দরকার, তাই করব।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শত শত ছাত্র-জনতার রক্তের বিনিময়ে দেশ এখন মুক্ত স্বাধীন। দুলু এসব বীর শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেন।

অবস্থান কর্মসূচিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় নির্বাহী পরিষদের সদস্য সাবেক এমপি অধ্যাপক কাজী গোলাম মোর্শেদ, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ফরহাদ আলী দেওয়ান শাহিন ও কাজী শাহ আলম, পৌর বিএনপির সভাপতি এমদাদুল হক আল মামুনও সাধারণ সম্পাদক বাবুল চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আসাদুজ্জামান আসাদ, জেলা যুবদল সভাপতি এ হাই তালুকদার ডালিম, জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম, সদর থানা বিএনপির সভাপতি অধ্যক্ষ রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক ফয়সাল আলম আবুল প্রমুখ।

সময়ের আলো/আরআই


আরও সংবাদ   বিষয়:  বিএনপি নেতা-রুহুল কুদ্দুস দুলু   নাটোর-রাজশাহী  




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close