ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

সারা দেশে ৬৩৯ থানার কার্যক্রম শুরু
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪, ৩:২৩ পিএম  (ভিজিট : ১৭৬)
দেশের সর্বমোট ৬৩৯টি থানার মধ্যে ৬৩৯টি থানার অর্থাৎ সকল থানার অপারেশনাল কার্যক্রম শুরু হয়েছে। মেট্রোপলিটনের ১১০টি থানার মধ্যে ১১০টি এবং জেলার ৫২৯টি থানার মধ্যে ৫২৯টি থানার কার্যক্রম শুরু হয়েছে। এছাড়া, রেলওয়ে পুলিশের ২৪টি থানার অপারেশনাল কার্যক্রমও শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

এর আগে, গত ৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালানোর পর দেশের বিভিন্ন স্থানে পুলিশের ওপর চড়াও হয় জনতা। তাদের দাবি-বিভিন্ন সময়ে এই পুলিশবাহিনী তাদের ওপর অত্যাচার করেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলি চালিয়ে শিক্ষার্থীদের হত্যা করেছে। রাজধানী ঢাকার অধিকাংশ থানা আক্রান্ত হলে পুলিশ সদস্যরা একরকম অঘোষিতভাবে নিষ্ক্রিয় হয়ে পড়েন। আতঙ্কে গা ঢাকা দেন অনেকে। এর সুযোগ নেয় দুর্বৃত্তরা। বিভিন্ন বাড়িতে চুরি, ডাকাতি ও লুট শুরু করে তারা।


সময়ের আলো/এএ/




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close