ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

শেখ হাসিনার বিরুদ্ধে মামলার প্রতিবাদে কোটালীপাড়ায় ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪, ১২:২৩ পিএম  (ভিজিট : ২৪৬)
সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বিরুদ্ধে ঢাকার বিভিন্ন থানায় মামলা দায়েরের প্রতিবাদে গোপালঞ্জের কোটালীপাড়া উপজেলার ঘাঘর বাজার বণিক সমিতির ব্যবসায়ীরা ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে প্রতিবাদ জানিয়েছেন।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকাল থেকে দুপুর ১২ টা পর্যন্ত অর্ধদিবস ঘাঘর বাজারের ব্যবসায়ীরা সকল ধরনের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে প্রতিবাদ কর্মসূচী পালন করেন।

এ সময় ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকায় উপজেলার বিভিন্ন এলাকা থেকে ঘাঘর বাজারে কেনাকাটা করতে আসা ক্রেতাসাধারণ ভোগান্তিতে পড়েন। উপজেলার উনশিয়া গ্রামের গৃহবধূ ফাহিমা বেগম বলেন, আমি সকালে ঘাঘর বাজারে চাল, তেলসহ সাংসারের কিছু প্রয়োজনীয় জিনিস কিনতে এসে দেখি বাজারের সকল দোকানপাট বন্ধ। জানতে পারলাম দুপুর ১২ টার পর এসব দোকান খুলবে। এই সময় পর্যন্ত এখন আমাকে অপেক্ষা করতে হচ্ছে।

ঘাঘর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মোস্তফা কামাল বলেন, আমরা দেখতে পাচ্ছি গত কয়েকদিন ধরে দেশের বিভিন্ন থানায় সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বিরুদ্ধে উদ্দেশ্যেমূলক ভাবে মামলা দেওয়া হচ্ছে। আমরা এসব মামলার প্রতিবাদে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে প্রতিবাদ কর্মসূচী পালন করছি। এই কর্মসূচী পালনের জন্য আমরা কোন ব্যবসায়ীকে চাপ দেইনি। সকল ব্যবসায়ী স্বতস্ফূর্তভাবে এই কর্মসূচী পালন করছেন।


সময়ের আলো/এএ/




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close