ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

কুড়িগ্রামে ২ হাজার বন্যা কবলিত শিশু পরিবারে খাদ্য সামগ্রী বিতরণ
প্রকাশ: বুধবার, ১৪ আগস্ট, ২০২৪, ৮:২১ পিএম  (ভিজিট : ১৩৪)
বেসরকারি সংস্থা গুডনেইবারস বাংলাদেশ’র উদ্যোগে কুড়িগ্রাম সদরের যাত্রাপুর ইউনিয়নে বন্যা কবলিত ২ হাজার শিশু পরিবারে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এসময় ১৬ কেজি চাল, ২ কেজি চিনি, ২ কেজি লবন, ১ কেজি ডাল ১ কেজি তেল, ৩ কেজি চিড়া, এক বক্স ওর স্যালাইন, ১০পিস পানি বিশুদ্ধকরণ ট্যাবলেটসহ ২৫ কেজি ওজনের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। 

অনুষ্ঠানে সিডিপি (কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্ট) এর ম্যানেজারে রোমিও রতন গোমেজ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন গুড নেইবারস বাংলাদেশ’র উত্তরবঙ্গ প্রধান সীমান্ত সিচিম, যাত্রাপুর ইউপি চেয়ারম্যার আব্দুল গফুর,  সিডিপির বীরগঞ্জ এরিয়া ম্যানেজার তুষার লিও ক্রুজ, এডমিন অফিসার জয়চন্দ্র দাস, প্রোগ্রাম অফিসার বাবু মন্ডল প্রমুখ। 

অনুষ্ঠান সঞ্চলনা করেন ক্রার্ড প্রজেক্টের প্রোগ্রাম অফিসার উম্মে কুলসুম। বন্যা পরবর্তী সময়ে এক হাজার স্পন্সর শিশু পরিবার ও নন স্পন্সর শিশু পরিবারে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

সময়ের আলো/জিকে




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close