ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

রাষ্ট্র সংস্কারে কাজ করছে সাভারের শিক্ষার্থীরা
প্রকাশ: মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪, ১২:৪০ এএম  (ভিজিট : ৩৩৮)
সরকার পতনের পর দেশের নিরাপত্তা, পরিচ্ছন্ন, ট্রাফিক নিয়ন্ত্রণসহ নানা কাজের দায়িত্ব পালন করে যাচ্ছে শিক্ষার্থীরা। যার ব্যতিক্রম ঘটেনি রাজধানীর নিকটস্থ সাভারেও। 

রোববার (১১ আগস্ট) উক্ত এলাকার পরিচ্ছন্ন ও গ্রাফিতি আর্ট কর্মসূচির সাথে যুক্ত শিক্ষার্থীদের সাথে দেখা করে রাষ্ট্র সংস্কারের দিক নির্দেশনা দিলেন সাভার সদর সার্কেলর সহকারী কমিশনার (ভূমি) এস এম রাসেল ইসলাম নুর।

রোববার উপজেলা ভূমি অফিসের সামনে পরিচ্ছন্ন ও গ্রাফিতি আর্ট কর্মসূচির সাথে যুক্ত শিক্ষার্থীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে সাভার সদর সার্কেলর সহকারী কমিশনার (ভূমি) বলেন, দেশের বিভিন্ন প্রতিষ্ঠান দুর্নীতিগ্রস্ত। যেখানে সাধারণ মানুষ প্রতিনিয়ত হয়রানির শিকার হচ্ছে। এই দুর্নীতি দমনে সবাইকে একসাথে কাজ করতে হবে। 

তিনি আরও বলেন, দেশের উন্নয়নে তোমাদের মতো তরুণদের সহযোগিতা প্রয়োজন। তোমাদের কাছে কোনো পরামর্শ থাকলে তা আমাদের বলতে পারো। আমরা সে অনুযায়ী কাজ করে যাবো। যদি কোনো সহায়তা প্রয়োজন হয় তাহলে সরাসরি যোগাযোগ করতে পারো। 

উক্ত সৌজন্য সাক্ষাৎকারে আরিফুজ্জামান রাকিব, আবিদ, ইতি, নাজমুল, তমা, আইরিন শ্রাবণসহ আরও অনেক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য সাভারের শিক্ষার্থীরা বিভিন্ন সময় সমাজ সংস্কার ও অসহায় মানুষের জন্য কাজ করে যাচ্ছে।

সময়ের আলো/জিকে




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close