ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

গাইবান্ধার ৭ থানাসহ জেলা পুলিশের কার্যক্রম শুরু
প্রকাশ: সোমবার, ১২ আগস্ট, ২০২৪, ৪:৩৮ পিএম  (ভিজিট : ২৬৪)
গাইবান্ধার সাত থানাসহ জেলা পুলিশের সকল কার্যক্রম পুরোদমে শুরু হয়েছে। সোমবার (১২ আগস্ট) দুপুরে গাইবান্ধা সদর থানায় সংবাদ সম্মেলনে এ কথা জানান পুলিশ সুপার মো. কামাল হোসেন।

তিনি বলেন, দেশের চলমান পরিস্থিতির কারণে গত কয়েকদিন থেকে জেলায় পুলিশের কার্যক্রম স্থগিত ছিল। তবে এরমধ্যে কিছু কিছু কার্যক্রম চালিয়েছেন তারা। তবে আজ (সোমবার) থেকে পুরোদমে জেলা পুলিশের সকল কার্যক্রম শুরু করা হয়েছে।

উল্লেখ্য, কোটা সংস্কারের দাবিকে কেন্দ্র করে গত ১৬ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় আন্দোলনকারীদের সাথে পুলিশের সংঘর্ষ ও প্রাণহানি হয়। গত ৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর কর্মবিরতিতে যায় পুলিশ। ফলে সারা দেশে পুলিশি কার্যক্রম বন্ধ ছিল।

জেলা পুলিশের কার্যক্রম শুরু হওয়ায় সোমবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা গাইবান্ধা সদর থানায় পুলিশ সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেয়। এসময় শিক্ষার্থীরা পুলিশের মনোবল বাড়াতে ও সার্বিক শৃঙ্খলা ফিরিয়ে আনতে সহযোগিতার আশ্বাস দেন।

সময়ের আলো/আরআই


আরও সংবাদ   বিষয়:  পুলিশের কার্যক্রম শুরু   গাইবান্ধা   




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close