ই-পেপার রোববার ৬ অক্টোবর ২০২৪
রোববার ৬ অক্টোবর ২০২৪

হিলিতে আমদানি-রফতানি স্বাভাবিক
একদিনে এলো ২০৬ মেট্রিক টন ভারতীয় কাঁচা মরিচ
প্রকাশ: রবিবার, ১১ আগস্ট, ২০২৪, ৫:২৬ পিএম  (ভিজিট : ৪৩৬)
দেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাঝেও হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি স্বাভাবিক ছিল। বর্তমানে দেশের পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বেড়েছে সব ধরনের পণ্য আমদানি। কাঁচা মরিচ আমদানিকারকরা বলছেন, দেশের বাজারে কাঁচা মরিচের দাম স্বাভাবিক রাখতে আমদানি বাড়িয়ে দিয়েছেন। 

শনিবার (১০ আগস্ট) হিলি স্থলবন্দর দিয়ে একদিনে ভারতীয় ২২ ট্রাকে ২০৬ মেট্রিক টন কাঁচা মরিচ আমদানি হয়েছে। আমদানি বাড়ায় খুচরা বাজারে কেজিতে দাম কমেছে ৪০ টাকা। পণ্যটি দাম কমায় স্বস্তি ফিরেছে ক্রেতাদের মাঝে।

রোববার (১১ আগস্ট) হিলি বন্দরের খুচরা বাজার ঘুরে দেখা যায়, এক সপ্তাহ আগে কাঁচা মরিচ ২০০ টাকা কেজি দরে বিক্রি হলেও আজ সেই কাঁচা মরিচ কেজিতে ৪০ টাকা কমে ১৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে দেশীয় কাঁচা মরিচ দু’একটা দোকানে দেখা গেলেও একই দামে বিক্রি হচ্ছে।

হিলি বাজারের কাঁচা মরিচ বিক্রেতা শেখ বিপ্লব জানান, টানা কয়েক দিনের বৃষ্টির কারণে ক্ষেতে কাঁচা মরিচের ফুল নষ্ট হয়ে গেছে। তাতে উৎপাদনও অনেক কম হচ্ছে। তাই মোকামগুলোতে সরবরাহ কমে যাওয়ায় দাম বৃদ্ধি পায়। বর্তমানে দেশীয় কাঁচা মরিচ না পাওয়ায় আমরা ভারতীয় আমদানিকৃত কাঁচা মরিচ বিক্রি করছি। প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি করছি ১৬০ টাকা।   

বাংলা হিলি কাস্টমস সিআ্যন্ডএফ এজেন্ট আ্যসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম সুইট বলেন, হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি স্বাভাবিক আছে। বর্তমানে দেশের বাজার স্বাভাবিক রাখতে বন্দর দিয়ে অন্যান্য পণ্যসহ কাঁচা মরিচের আমদানি বাড়িয়ে দিয়েছে আমদানিকারকরা। আমদানিকৃত কাঁচা মরিচ আশেপাশের উপজেলার চাহিদা মিটিয়ে দেশের বিভিন্নস্থানে যাচ্ছে মরিচ। তবে কয়েক দিনের মধ্য কাঁচা মরিচের দাম আরও কমে আসবে বলে আশা করছি। প্রতি কেজিতে শুল্ক দিতে হবে ৩৫ টাকা আর প্রতি মেট্রিক টন কাঁচা মরিচ আমদানি হয়েছে ২০০ মার্কিন ডলারে।

হিলি কাষ্টমস সূত্রে জানা গেছে, গত শনিবার ভারতীয় ২২টি ট্রাকে ২০৬ মেট্রিক টন ২৮০ কেজি কাঁচা মরিচ আমদানি হয়েছে হিলি স্থলবন্দর দিয়ে। এছাড়াও আজ (রোববার) বিকেল চারটা পর্যন্ত হিলি বন্দরের চেকপোস্টের টালি খাতার হিসেব মতে কাঁচা পণ্যসহ বিভিন্ন পণ্য বোঝাই ৪০টি ভারতীয় ট্রাক দেশে প্রবেশ করেছে এবং ৫টি ট্রাক এক্সপোর্ট হয়েছে। 

সময়ের আলো/আরআই


আরও সংবাদ   বিষয়:  আমদানি-রফতানি স্বাভাবিক   হিলি স্থলবন্দর   ভারতীয় কাঁচা মরিচ আমদানি  




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close