ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

সেনাবাহিনীর গাড়িতে আগুন-ভাঙচুর
গোপালগঞ্জে সেনা টহল দলের উপর হামলা
প্রকাশ: রবিবার, ১১ আগস্ট, ২০২৪, ১২:২৬ এএম আপডেট: ১১.০৮.২০২৪ ১২:৫৭ এএম  (ভিজিট : ৩৭৯)
গোপালগঞ্জের সদর উপজেলার গোপীনাথপুরে ধারালো অস্ত্র নিয়ে সেনা টহল দলের উপর হামলা চালিয়েছে বিক্ষোভকারীরা। শনিবার বিকেলে এ ঘটনায় তিনজন অফিসারসহ সেনাবাহিনীর ৯ জন সদস্য আহত হয়েছেন। এছাড়াও সেনাবাহিনীর একটি গাড়ি পুড়িয়ে দেওয়া এবং দুটি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। পরিস্থিতিতে নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে অতিরিক্ত সেনা মোতায়ন করা হয়েছে।

আন্ত:বাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) শনিবার দিবাগত রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে। 

আইএসপিআর জানায়, বিক্ষোভকারীরা গোপালগঞ্জ- ঢাকা মহাসড়ক অবরোধ করে রাখলে প্রাথমিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য দায়িত্ব পালনরত সেনাবাহিনীর দুটি টহল দল ঘটনাস্থলে যায়। এসময় উত্তেজিত বিক্ষোভকারীরা সেনা টহল দলের উপর ইট-পাটকেল ছুঁড়ে মারে এবং দেশীয় তৈরি অস্ত্র দিয়ে টহল দলের সদস্যদের আঘাত করে। এতে তিনজন অফিসার, একজন জুনিয়র কমিশন অফিসার ও পাঁচজন সেনাসদস্য আহত হন। 

আইএসপিআর জানিয়েছে, ওই ঘটনায় আহত সেনা সদস্যরা আশঙ্কামুক্ত ও চিকিৎসাধীন রয়েছে। এছাড়াও তারা সেনাবাহিনীর একটি গাড়ি পুড়িয়ে দেয় এবং দুটি গাড়ি ভাংচুর করে। এ সময় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার লক্ষ্যে সেনা টহল দল ৪ রাউন্ড 'এ্যামোনিশন' ফায়ার করে। পরিস্থিতির তীব্রতা পরিলক্ষিত হওয়ায় ইতোমধ্যে ঘটনাস্থলে অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের ঘটনায় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুরে ওই বিক্ষোভ ও প্রতিবাদে নামেন। 

সময়ের আলো/আরএস/ 




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close