ই-পেপার রোববার ৬ অক্টোবর ২০২৪
রোববার ৬ অক্টোবর ২০২৪

পুড়ে যাওয়া মুন্সিগঞ্জ থানা-পৌরসভা পরিষ্কারে শিক্ষার্থীরা
প্রকাশ: শনিবার, ১০ আগস্ট, ২০২৪, ৩:২৮ পিএম  (ভিজিট : ৩১৪)
মুন্সিগঞ্জে দুর্বৃত্তদের হামলা অগ্নিসংযোগে ধ্বংসস্তূপে পরিণত হওয়া মুন্সিগঞ্জ সদর থানা ও পৌরসভা পরিষ্কারের পরিচ্ছন্নতার কার্যক্রম করছে শিক্ষার্থীরা।

শনিবার (১০ আগস্ট) সকাল ১০টার দিকে মুন্সিগঞ্জ সদর থানা পরিষ্কার কার্যক্রম শুরু করে ছাত্ররা। এসময় পুড়ে যাওয়া নথিপত্র সহ থানাকে পরিষ্কার ধুয়ে মুছে পরিষ্কার করে তারা। কাজে অংশ নেয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থীরা। দেশ পরিচ্ছন্নতা কাজে উৎসাহের সাথে কার্যক্রম করে সকলে।

এদিকে একই সময় মুন্সিগঞ্জ শহীদ মিনার ও মুন্সিগঞ্জ পৌরসভা পরিষ্কার শুরু করে অপর আরেকটি টিম। ৩তলা বিশিষ্ট ভবটির ধ্বংসস্তূপ সরানোর কাজ শুরু করে অর্ধশতাধিক শিক্ষার্থী। ছাত্রদের সাথে সমানতালে অংশ নেয় ছাত্রীরা।

শিক্ষার্থীরা জানান, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও জনস্বার্থে এসব প্রতিষ্ঠান দ্রুত চালু হওয়া দরকার।  তাই তারা পরিচ্ছন্নতার উদ্যোগ নিয়েছে। পুরোপুরি পরিচ্ছন্নতা না হওয়া পর্যন্ত তাদের কার্যক্রম চলবে বলেও জানায় তারা। উল্লেখ্য, গত ৫ আগস্ট দুটি প্রতিষ্ঠানে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছিলো।


সময়ের আলো/এএ/




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close