ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

কুলাউড়ায় সংখ্যালঘুদের পাশে জামায়াতে ইসলাম
প্রকাশ: শনিবার, ১০ আগস্ট, ২০২৪, ১১:৪৭ এএম  (ভিজিট : ৫০০)
মৌলভীবাজার জেলার কুলাউড়ায় জামায়াতে ইসলামী নেতাকর্মীরা বিভিন্ন পূজা মণ্ডপ ও সংখ্যালঘু পরিবারের খোঁজখবর নিয়েছেন। 

শুক্রবার (৯ আগস্ট) বিকালে উপজেলার বরমচাল ইউনিয়নের বরমচাল চা বাগান, চন্দ্রকালা ও ফুলেরতল বাজার সংলগ পূজা মণ্ডপসহ সংখ্যালঘু পরিবার ও এলাকার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করেন।

নেতাকর্মীরা পূজা উদযাপনকারীদের নিরাপত্তা ও প্রয়োজনীয় সেবার বিষয়গুলো সম্পর্কে জানতে চান এবং তাদের প্রতি সমবেদনা প্রকাশ করেন। তারা আশ্বস্ত করেন যে, সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও সমৃদ্ধির জন্য তারা সর্বদা পাশে আছেন এবং তাদের যে কোনো প্রয়োজনে সহায়তা করতে প্রস্তুত।

স্থানীয়ভাবে এমন উদ্যোগে সাধারণ জনগণও সন্তোষ প্রকাশ করেছেন। এলাকাবাসী মনে করছেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই মিলে একসাথে এগিয়ে গেলে সমাজে শান্তি ও সহমর্মিতার পরিবেশ বজায় থাকবে।

এ সময় জামায়াতে ইসলামীর স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির আব্দুল হামিদ খান, বরমচাল ইউনিয়নের সভাপতি ইঞ্জিনিয়ার সফিকুল ইসলাম, সেক্রেটারি হেলাল আহমদ চৌধুরী, ওয়ার্ড সভাপতি রফিকুল ইসলাম প্রমুখ। তারা পূজার আনন্দ এবং উৎসবের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য সবার সহযোগিতা কামনা করেন। 

এ উদ্যোগকে কেন্দ্র করে এলাকার ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক একতাকে আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন তারা।


সময়ের আলো/এএ/




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close