ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

অজ্ঞাত স্থান থেকে অন্তর্বর্তীকালীন সরকারকে অভিনন্দন হানিফের
লুটপাট এবং অগ্নিসংযোগ বন্ধ করার আহ্বান
প্রকাশ: শুক্রবার, ৯ আগস্ট, ২০২৪, ৯:৪৯ পিএম আপডেট: ০৯.০৮.২০২৪ ১০:৫১ পিএম  (ভিজিট : ৮৬৯)
অজ্ঞাত স্থান থেকে অন্তর্বর্তীকালীন সরকারকে অভিনন্দন জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।

শুক্রবার (৯ আগস্ট) সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের নিজের নামের আইডি থেকে স্ট্যাটাস দিয়ে তিনি এ অভিনন্দন জানান। তবে, ফেসবুক আইডিটি সত্যিই তার কি না তা নিশ্চিত করা যায়নি। আইডিটিতে এক লাখ ৪৫ হাজার ফলোয়ার রয়েছে।

ফেসবুকে মাহবুবউল আলম হানিফ লেখেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি অভিনন্দন রইল। দেশব্যাপী নারকীয় হত্যাকাণ্ড, বাড়ি-ঘরে লুটপাট এবং অগ্নিসংযোগ বন্ধ করার জন্য কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা মার্চ টু ঢাকা কর্মসূচিতে রাজধানীতে কয়েক লাখ মানুষের ঢল নামলে গত ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান।

আওয়ামী লীগ সরকারের পতনের পর মাহবুবউল আলম হানিফের কুষ্টিয়ার বাড়িতে অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধ জনতা। সরকার পতনের পর থেকেই আত্মগোপনে রয়েছেন তিনি।

সময়ের আলো/জেডআই




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close