ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

নবাবগঞ্জে শিক্ষার্থীদের দুপুরের খাবার দিলো ‘বন্ধন’
প্রকাশ: শুক্রবার, ৯ আগস্ট, ২০২৪, ৩:৫৩ পিএম  (ভিজিট : ২৭৪)
ঢাকার নবাবগঞ্জের অরাজনৈতিক সংগঠন ‘বন্ধন প্রবাসী কল্যাণ সংস্থা’-এর উদ্যোগে ট্রাফিকে দায়িত্বরত শিক্ষার্থীদের দুপুরের খাবার পরিবেশন করা হয়েছে। শুক্রবার (৯ আগস্ট) বাদ জুমা সংগঠনের নেতৃবৃন্দ নবাবগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার অবস্থান নিয়ে শিক্ষার্থীদের দুপুরের খাবার পরিবেশন করেন। 

শিক্ষার্থীদের বৈষম্যবিরোধী আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনে দেশব্যাপী দুর্যোগপূর্ণ অবস্থা নিরসনে এগিয়ে আসে শিক্ষার্থীরা। স্বেচ্ছাসেবী শিক্ষার্থীরা শহরের ব্যস্ততম এলাকা নবাবগঞ্জ কায়কোবাদ চত্বর ও বাগমারা বাজার এলাকার যানবাহনের শৃঙ্খলা ফিরিয়ে আনতে কাজ করছেন। তাই শিক্ষার্থীদের সেবার জন্য সংগঠনটি এ উদ্যোগ নেয়। তাছাড়া বাজার মনিটরিং ও নিরাপত্তার দায়িত্বপালন করছেন শিক্ষার্থীরা।

বন্ধন প্রবাসী কল্যাণ সংস্থার প্রধান উপদেষ্টা ও হরেকৃষ্ণ কুসুমকলি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাকসুদ আলী দেওয়ান স্বেচ্ছাসেবী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। তিনি বলেন, শিক্ষার্থীরা তোমাদের এ কর্মধারা অব্যাহত রাখতে হবে। তোমাদের মাধ্যমে আগামীর নতুন বাংলাদেশ দেখতে চাই। যা তোমরাই পারবে। তোমাদের কাজকে গতিশীল করতে প্রাক্তন শিক্ষার্থীদের এ সংগঠনটি পাশে থাকবে। সংগঠনটির প্রবাসী সভাপতি তানভীর করিম লিটন ও সাধারণ সম্পাদক মো. রনি তোমাদের পাশে আছে।

খাবার পরিবেশনে আরও উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মো. বাবুল হোসেন বুলু, মো. শহীদুল ইসলাম, মো. কামাল হোসেন, মো. মনজুরুল আলম, শাহ্ শফিউদ্দিন স্বপন, মো. উজ্জ্বল, মমিন হোসেন, মো. আনোয়ার হোসেন প্রমুখ।

সময়ের আলো/আরআই


আরও সংবাদ   বিষয়:  ট্রাফিক দায়িত্বে শিক্ষার্থী   দোহার-নবাবগঞ্জ   ঢাকা  




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close