ই-পেপার রোববার ৬ অক্টোবর ২০২৪
রোববার ৬ অক্টোবর ২০২৪

মুন্সিগঞ্জে আশ্রয়ণ প্রকল্পের ঘর ভাঙচুর, দরজা-জানালা লুট
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪, ৯:৪২ পিএম  (ভিজিট : ৪৪৮)
মুন্সিগঞ্জ সদরের পঞ্চসারের আশ্রয়ণ প্রকল্পের ঘরবাড়ি ভাঙচুর করে বাসিন্দাদের বের করে দেওয়ার ঘটনা ঘটেছে। হামলাকারীরা লুটে নিয়েছে ১৩টি ঘরের দরজা-জানালা। বুধবার (৭ আগস্ট) দিবাগত রাতে পঞ্চসার ইউনিয়নের রামেরগাঁও এলাকায় এ ঘটনায় ঘটে।

ভুক্তভোগীরা অভিযোগ করেন, জিহসতলায় এলাকায় আশ্রয়ণ প্রকল্পের ১৬টি ঘরে দু:স্থ অসহায় মানুষ গত ১ বছরে বসবাস করে আসছিলো। গত মঙ্গলবার বিকেলে তাদের সে জায়গা ছেড়ে অন্যত্র চলে যেতে হুমকি প্রদান করে স্থানীয় কিছু মানুষ। হুমকিতে ঘর গুলো ছেড়ে ওইদিন চলে যায় তারা। পরে বুধবার দিবাগত রাতে ভাঙচুর করে লুটে নেওয়া হয় দরজা-জানালা। এতে অসহায় পরিবার গুলোকে পড়তে হয়েছে চরম ভোগান্তিতে। যে যেভাবে পেরেছে অন্যত্র আশ্রয় নিয়ে থাকতে হচ্ছে।

ভুক্তভোগীদের দাবি, আশ্রয়ণ প্রকল্পের জমি হলেও ওই জমি নিজেদের দাবি করে আসছিলো স্থানীয় কিছু মানুষ। তারাই ওই হামলার সাথে জড়িত থাকতে পারে।

এ বিষয়ে মুন্সিগঞ্জ জেলা প্রশাসক মো. আবু জাফর রিপন জানান, বিষয়টি ইতিমধ্যে অবগত হয়েছি। এবিষয় খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে। জমিসহ ওই ঘর গুলো দু:স্থ মানুষের নামেই দলিল করা।

সময়ের আলো/আরআই


আরও সংবাদ   বিষয়:  আশ্রয়ণ প্রকল্প-ঘর ভাঙচুর   দরজা-জানালা লুট   মুন্সিগঞ্জ  




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close