ই-পেপার রোববার ৬ অক্টোবর ২০২৪
রোববার ৬ অক্টোবর ২০২৪

১০ আগস্টের মধ্যে লুট হওয়া অস্ত্র জমা দেয়ার নির্দেশ
প্রকাশ: বুধবার, ৭ আগস্ট, ২০২৪, ১০:১১ পিএম  (ভিজিট : ২৭৮)
নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন থানা ও পুলিশ ফাঁড়ি থেকে যে সকল অস্ত্র লুট করা হয়েছে সেসব অস্ত্র আগামী ১০ আগস্ট (বৃহস্পতিবার) বিকেল ৫টার মধ্যে নিকটস্থ সোনাবাহিনীর ক্যাম্পে জমা দেয়ার জন্য নির্দেশ দিয়েছেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহমুদুল হক। 

জেলা প্রশাসক বিষয়টি সময়ের আলোকে নিশ্চিত করে জানান, আমি আদেশ জারি করে নির্দেশ দিয়েছি, নির্ধারিত সময়ের মধ্যে সেনাবাহিনীর কাছে অস্ত্র জমা দিলে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হবে না। অন্যথায় অস্ত্র লুটকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

প্রসঙ্গত, গত ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পতনের পর নারায়ণগঞ্জের বিভিন্ন থানা, পুলিশ ফাঁড়ি ও ব্যক্তি প্রতিষ্ঠান এবং বাসা-বাড়ি থেকে আসবাবপত্র লুটপাট করার সঙ্গে অস্ত্রও লুট করা হয়েছে।

সময়ের আলো/আরআই


আরও সংবাদ   বিষয়:  থানা-পুলিশ ফাঁড়ি-অস্ত্র লুট   বাংলাদেশ সেনাবাহিনী   সিদ্ধিরগঞ্জ-নারায়ণগঞ্জ  




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close