ই-পেপার রোববার ৬ অক্টোবর ২০২৪
রোববার ৬ অক্টোবর ২০২৪

বঙ্গবন্ধু টানেলের ‘নাম ফলক’ তুলে ফেলল কর্তৃপক্ষ
প্রকাশ: বুধবার, ৭ আগস্ট, ২০২৪, ৮:০০ পিএম আপডেট: ০৭.০৮.২০২৪ ৮:১৫ পিএম  (ভিজিট : ৪৭৫)
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণঅভ্যুত্থানের পর পতন হয়েছে হাসিনা সরকারের। এদিকে সরকার পতনের পর সাবেক এই প্রধানমন্ত্রী  ও তার পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে যে সব প্রতিষ্ঠানের নামকরণ করা হয়েছে সেসব ভেঙে ফেলা হচ্ছে। এর মধ্যে চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু টানেলের নামও তুলে ফেলেছে টানেল কর্তৃপক্ষ। 

বুধবার (৭ আগস্ট) টানেলের প্রবেশ পথের উভয় প্রান্তের নামকরণ উপড়ে ফেলা হয়। তবে কয়টার সময় এই নাম ফলক তুলে নেওয়া হয়েছে তা জানা যায়নি। 

এদিকে নাম ফলক তুলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে টানেলের সহকারী প্রকৌশলী (টোল ও ট্রাফিক) তানভীর রিফা। আসলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্তে এই নাম ফলক তুলে নেওয়া হয়েছে। মানুষের এসব নাম ফলক নিয়ে যে ক্ষোভ সে বিষয়টা চিন্তা করে টানেলের নিরাপত্তার স্বার্থে এই কাজ করা হয়েছে বলে জানান তিনি।

সময়ের আলো/আরআই


আরও সংবাদ   বিষয়:  বঙ্গবন্ধু টানেল   আনোয়ারা-চট্টগ্রাম  




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close