ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

শাহীন চাকলাদারের হোটেল পুড়ে ছাই
অগ্নিসংযোগের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২৪
প্রকাশ: বুধবার, ৭ আগস্ট, ২০২৪, ৭:২২ এএম আপডেট: ০৭.০৮.২০২৪ ৮:০১ এএম  (ভিজিট : ১৮১)
যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শাহীন চাকলাদারের মালিকানাধীন পাঁচ তারকা হোটেলে অগ্নিসংযোগের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২৪ জন হয়েছে। সোমবার বিকাল ৪টার দিকে শহরের চিত্রার মোড়ে অবস্থিত ১৪ তলা হোটেল জাবির ইন্টারন্যাশনালে অগ্নিসংযোগের এ ঘটনা ঘটে।
যশোর ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক এএম মামুন মঙ্গলবার সকাল ১০টার দিকে, অগ্নিকাণ্ডের ঘটনায় এ পর্যন্ত ২৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। 

এর আগে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) এরপর 
ডা. প্রার্থ প্রতীম চক্রবর্তী সোমবার রাত ১০টার দিকে জানান অগ্নিকাণ্ডের ঘটনায় দেড়শর বেশি লোক হাসপাতালে ভর্তি রয়েছে। মরদেহগুলো মর্গে রয়েছে। 

এদিকে সোমবার এ অগ্নিকাণ্ডের ঘটনার পর বিকাল ৫টার দিকে প্রেস ক্লাব যশোরে এক সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যশোর জেলা সমন্বয়ক রাশেদ খান জানান, বিজয় মিছিল নিয়ে আমরা চিত্রার মোড় অতিক্রম করার সময় আমাদের মিছিলের পেছন থেকে কিছু দুর্বৃত্ত এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়েছে। আমরা তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি। আমাদের ছাত্র সমাজের কেউ এমন নাশকতার সঙ্গে জড়িত নয় এবং এর আগেও তারা কোনো নাশকতা করেনি।

সময়ের আলো/আরএস/





https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close