ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

রাঙামাটিতে জেএসএস-ইউপিডিএফ সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া
প্রকাশ: মঙ্গলবার, ৬ আগস্ট, ২০২৪, ৭:০৬ পিএম  (ভিজিট : ২৪০)
রাঙামাটি শহরের রাজবাড়ি এলাকায় এই প্রথম পিসিজেএসএস ও ইউপিডিএফ মুখোমুখি অবস্থান নিয়েছে। মঙ্গলবার (৬ আগস্ট) বিকেল ৩টার দিকে ইউপিডিএফ সমাবেশ করতে আসার পর জনসংহতি সমিতির বাধা হয়ে দাঁড়ালে দু-পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। নজিরবিহীন এ পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীর সদস্যরা দু’পক্ষের মাঝখানে অবস্থান নেয়।

কোতোয়ালী থানা ও সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, শহরের রাজবাড়ীতে প্রথমবারের মতো ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) মঙ্গলবার বিকেলে মিছিল নিয়ে গণসমাবেশ করতে আসে। এ খবর ছড়িয়ে পড়লে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (পিসিজেএসএস) সংঘবদ্ধভাবে প্রতিরোধে অগ্রসর হয়। বিবদমান দু’পাহাড়ি সংগঠনের নেতাকর্মীরা রাজবাড়ী স-মিল এলাকায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে জড়িয়ে পড়ে। নজিরবিহীন এ ঘটনায় স্থানীয়দের আতঙ্ক বিরাজ করছে। তাৎক্ষণিক রাঙামাটি সেনাবাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে দু’পক্ষের মাঝামাঝি অবস্থান নেয়। এ সময় সেনাবাহিনীর সদস্যরা দু’পক্ষকে সরিয়ে দিলে ইউপিডিএফ নেতাকর্মীরা নৌযান যোগে স্থান ত্যাগ করে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

রাঙামাটি কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ মো. আলী এ প্রসঙ্গে গণমাধ্যমকে বলেন, ইউপিডিএফ মিছিল ও সমাবেশ করতে চাইলে দু’পক্ষ মুখোমুখি হয়ে সংঘর্ষে জড়ানোর খবর শুনেছি। তবে বিস্তারিত জানা সম্ভব হয়নি বলে যোগ করেন এ কর্মকর্তা। 

সময়ের আলো/আরআই


আরও সংবাদ   বিষয়:  জেএসএস-ইউপিডিএফ সংঘর্ষ   ধাওয়া-পাল্টা ধাওয়া   রাঙামাটি  




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close