ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

হবিগঞ্জে সোমবারের সহিংসতায় নিহত ৯
প্রকাশ: মঙ্গলবার, ৬ আগস্ট, ২০২৪, ৬:১৬ পিএম  (ভিজিট : ২৭০)
হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় পুলিশের গুলিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের ৭ জন নিহত হয়েছে। এছাড়াও পুলিশসহ মারা গেছেন আরো ২ জন। 

মঙ্গলবার (৬ আগস্ট) সকালে পুলিশ সদস্য ছাড়া বাকীদের জানাজা একসাথে সাগরদিঘীর পাড়ে অনুষ্ঠিত হয়েছে। এতে হাজারো মানুষ অংশগ্রহণ করেন। তবে বর্তমানে সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানা গেছে।

সোমবার (৫ আগস্ট) বানিয়াচং থানা এলাকার এ ঘটনায় গুলিতে ছয়জনের বিষয়টি নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শামীমা আক্তার।

ডা. শামীমা জানান, গুলিবিদ্ধ আরও কয়েকজনকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। চিকিৎসা দেওয়া হচ্ছে শতাধিক লোককে।

বৈষম্য বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে সোমবার সকাল ১১টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সাগরদিঘীর পশ্চিমপাড় ঈদগাহ মাঠ থেকে মিছিল বের করে। গ্যানিংগঞ্জ বাজার প্রদক্ষিণ শেষে মিছিলকারী ৪/৫ হাজার লোক বড়বাজার শহীদ মিনারে গিয়ে জড়ো হন। পরে বিক্ষুব্ধ লোকজন মিছিল নিয়ে থানার সামনে গেলে পুলিশের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়। আন্দোলনকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ রাবার বুলেট, কাঁদানে গ্যাসের শেল, সাউন্ড গ্রেনেড ছোড়ে। পুলিশের গুলিতে ঘটনাস্থলে চারজনসহ ৭ জন নিহত হন। পরে বিক্ষুব্ধ জনতার হাতে প্রাণ হারান পুলিশের এসআইসহ আরো ২ জন।

নিহতরা হলেন যাত্রাপাশা গ্রামের সানু মিয়ার ছেলে হাসান মিয়া (১২), মাইজের মহল্লার আব্দুন নূরের ছেলে আশরাফুল ইসলাম (১৭), পাড়াগাঁও গ্রামের শমশের মিয়ার ছেলে মোজাক্কির মিয়া (৪০), কামালখানী গ্রামের নয়ন মিয়া (১৮), জাতুকর্ণপাড়ার আব্দুর রউফের ছেলে তোফাজ্জ্বল মিয়া (১৮), পূর্বগর গ্রামে ধলাই মিয়ার ছেলে সাদিকুর (৩০) ও কামালখানি মহল্লার তাহির মিয়ার ছেলে আকিনুর মিয়া (৩৫), সাগরদিঘীর পূর্বপাড়ের বাসিন্দা মোশাহিদ আকঞ্জির ছেলে সোহেল আকঞ্জি (২৭), বানিয়াচং থানার উপপরিদর্শক (এসআই) সন্তোষ রায় (৪০)।

এদিকে সকাল সাড়ে ১১টা পর্যন্ত এসআই সন্তোষ রায়ের কোন স্বজন না আসায় মরদেহ থানার সামনে পড়ে থাকতে দেখা যায়।

সময়ের আলো/জেডআই




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close