ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

শান্তি ফিরিয়ে আনার পক্ষে শাবিপ্রবির নিপীড়ন বিরোধী শিক্ষক সমাজ
প্রকাশ: মঙ্গলবার, ৬ আগস্ট, ২০২৪, ৫:২৯ পিএম  (ভিজিট : ২৫৬)
শেখ হাসিনা সরকারের পদত্যাগ এবং বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের বিজয়ে বিবৃতি প্রদান করেছে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) নিপীড়ন বিরোধী শিক্ষক সমাজ। মঙ্গলবার (৬ আগস্ট) নিপীড়ন বিরোধী শিক্ষক সমাজের ব্যানার হতে গণিত বিভাগের অধ্যাপক ড. সাজেদুল করিম এই বিবৃতি প্রদান করেন।

বিবৃতিতে উল্লেখ করা হয়, প্রিয় বিজয়ী নেতৃবৃন্দ, তোমাদের কে অভিনন্দন ও প্রাণঢালা শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের দেশ আজ সত্যিকার স্বাধীনতা পেয়েছে। এ দেশের প্রতি ইঞ্চি মাটি তোমাদের সহযোদ্ধা হাজার বছরের সর্বশ্রেষ্ঠ শহীদ মুক্তিযোদ্ধাদের রক্তে রঞ্জিত থাকবে চিরকাল।  এ দেশের শান্তি, সমৃদ্ধি ও উন্নয়ন তোমাদের হাতে। তোমাদের বুদ্ধি, সঠিক চিন্তা শক্তি, পরিকল্পনা এবং নেতৃত্বের যোগ্যতা সকলকে একত্রিত করেছে এবং করেছে আশাবাদী। আজ দেশে কোনরূপ ক্ষয় ক্ষতি, লুট, জালাও-পুড়াও চলতে পারেনা, কেউ এইসব দেখতেও চায়না। সর্বত্র শান্তি ফিরিয়ে আনার জন্য পুরো জাতি তোমাদের দিকে তাকিয়ে আছে। 

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, তোমরা তোমাদের ধীরশক্তি, দেশপ্রেম দিয়ে জনজীবনে শান্তি ফিরিয়ে আনার জন্য নিবেদিত থাকবে, তোমাদের রূপরেখা মোতাবেক দেশ পরিচালিত হবে। কোনো অশুভ শক্তি যেন তোমাদের অর্জিত স্বাধীনতা বিনষ্ট করতে না পারে সে দিকে খেয়াল রেখে তোমরা এগিয়ে যাওয়ার আন্দোলন চালিয়ে যাবে তা আমরা বিশ্বাস করি।

তোমাদের যোগ্য নেতৃত্বে আমাদের সদ্য স্বাধীন সোনার বাংলায় বৈষম্যবিলীন হোক এবং প্রতিষ্ঠিত হোক শান্তি সর্বত্র।

সময়ের আলো/আরআই


আরও সংবাদ   বিষয়:  শাবিপ্রবি-নিপীড়ন বিরোধী শিক্ষক সমাজ  




এই ক্যাটেগরির আরো সংবাদ


https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close