ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

১৪ বছরে সর্বোচ্চ উচ্চতায় মহামায়ার পানি, আপাতত বন্ধ পার্ক
প্রকাশ: শনিবার, ৩ আগস্ট, ২০২৪, ৭:১১ পিএম  (ভিজিট : ৪০০)
টানা কয়েকদিনের বৃষ্টিতে দেশের দ্বিতীয় বৃহত্তম মহামায়া লেকের পানি সর্বোচ্চ উচ্চতায় অবস্থান করছে। কৃত্রিম বাঁধ সৃষ্টির পর গত ১৪ বছরেও পানির এমন বৃদ্ধি দেখেনি কেউই। চট্টগ্রাম পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মকর্তারা বলছেন, অতিবৃষ্টির কারণে পানির উচ্চতা বৃদ্ধি পেলেও বাঁধ ভাঙ্গা বা ক্ষয়ক্ষতির কোন আশঙ্কা নেই। তবে অতিমাত্রায় পানি বৃদ্ধির কারণে মহামায়া লেক এলাকার বিভিন্ন পাহাড় ধসের আশঙ্কা করছেন লেক সংশ্লিষ্টরা।

জানা গেছে, চট্টগ্রামের মিরসরাই উপজেলার নিন্মাঞ্চলকে পাহাড়ি ঢলের পানি থেকে রক্ষা এবং শুকনো মৌসুমে চাষাবাদের লক্ষ্যে ২০০৯-২০১০ অর্থ বছরে সরকারের পাউবো মহামায়া ছড়ার ওপর বাঁধ তৈরি করে মহামায়া সেচ প্রকল্প বাস্তবায়ন করে। এরপর সেখানে ১১ বর্গ কিলোমিটার কৃত্রিম লেকের সৃষ্টি হয়। যা বর্তমানে চট্টগ্রামের উল্লেখযোগ্য পর্যটন এলাকা হিসেবে পরিচিতি পায়।

সরেজমিন মহামায়া এলাকায় গিয়ে স্থানীয় লোকজনের সাথে কথা বলে জানা গেছে, গত কয়েকদিনের টানা বৃষ্টিতে মহামায়া লেকের পানি অতিমাত্রায় বৃদ্ধি পায়। এতে বাঁধের দক্ষিণ অংশের ওভার ফ্লো হয়ে পানি উপচে পড়ছে। গত শুক্রবার (২ আগস্ট) বিকেলে এটির মাত্রা অতিরিক্ত হলেও শনিবার কিছুটা কমেছে বলেও জানায় তারা।

এসময় মহামায়া ইকো-পার্ক এর ইজারাদার এরাদুল হক ভূট্টু জানান, গত ১৪ বছরে মহামায়ার পানির এতোটুকু উচ্চতা আমরা দেখিনি। আপাতত পর্যটক ঢোকা আমরা বন্ধ করে দিয়েছি। পরিস্থিতি স্বাভাবিক হলে খুলে দেয়া হবে।

স্থানীয় কৃষক আব্দুর রহিম জানান, গত ১৪ বছরে এমন পানির এমন স্রোতের দেখা যায়নি। এবছর একরাতের বৃষ্টিতে এমন পানির গতি দেখা যাচ্ছে। রাস্তায় পানি উঠে গেছে। পানির এমন স্রোত বাড়লে ক্ষেত ডুবে গিয়ে ফসলের ক্ষতির আশংকা করা হচ্ছে।

চট্টগ্রাম পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী আব্দুল কাদের জানান, পানির উচ্চতা স্বাভাবিকের চেয়ে বেড়েছে। তবে বাঁধ ভাঙ্গার মতো আশঙ্কা নেই। কারণ অতিরিক্ত পানি নিচে প্রবাহিত হওয়ার জন্য মূল স্লুইস গেইট ছাড়াও বাঁধের দক্ষিণ পাশে ওভার ফ্লো গেইট রয়েছে।

এদিকে চট্টগ্রাম উত্তর বনবিভাগের মিরসরাই রেঞ্জ কর্মকর্তা শাহান শাহ্ নওশাদ জানান, মহামায়া লেকে নিচুভাগে নানা ধরণের ময়লা আবর্জনা এবং মাটি জমাট হয়ে লেকের স্তর পলিতে ভরে উঠায় পানির বৃদ্ধির হার বেড়েছে। ভূমি ধসের আশঙ্কা থাকলেও বৃষ্টি কমে যাওয়ায় মনে হচ্ছে এমনটি হবে না।

সময়ের আলো/আরআই


আরও সংবাদ   বিষয়:  অতিবৃষ্টি-মহামায়া লেক   পাউবো   মিরসরাই-চট্টগ্রাম  




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close