ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

১৩ দিন পর পার্বতীপুর-বুড়িমারী রুটে ঘুরল রেলের চাকা
প্রকাশ: শুক্রবার, ২ আগস্ট, ২০২৪, ১:১১ পিএম  (ভিজিট : ২৮০)
কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র দীর্ঘ ১৩ দিন বন্ধ থাকার পর অবশেষে লালমনিরহাট বুড়িমারী রুটে চলাচলকারী স্বল্প দূরত্বের মাত্র একটি লোকাল ট্রেন চালু হয়েছে। বৃহস্পতিবার (১ আগস্ট) হতে পার্বতীপুর থেকে লালমনিরহাট বুড়িমারী পর্যন্ত স্বল্প দূরত্বের একটি ট্রেন চলাচল শুরু করেছে। 

পাটগ্রাম রেলওয়ে স্টেশন মাষ্টার নুর আলম জানান, প্রতিদিন সকাল সাড়ে ৬টায় দিনাজপুরের পার্বতীপুর রেল জংশন থেকে বুড়িমারীর উদ্দেশ্যে বুড়িমারী লোকাল ট্রেন ছেড়ে যাওয়ার মাধ্যমে এ ট্রেনের যাত্রা শুরু হয়। সকাল ৬টায় পার্বতীপুর থেকে ৭টি যাত্রীবাহী বগি এবং একটি মালবাহী বগি নিয়ে যাত্রা শুরু করে পার্বতীপুর-বুড়িমারী রুটে বুড়িমারী লোকাল ট্রেনটি।

পাটগ্রাম রেলওয়ে স্টেশনে গিয়ে দেখা গেছে, ট্রেন চলাচল শুরু হলেও যাত্রীর সংখ্যা তুলনামূলক কম।

উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে অস্থিতিশীল পরিস্থিতির কারণে নিরাপত্তার অভাবে গত ১৯ জুলাই থেকে বন্ধ ছিল ট্রেন চলাচল। ১৩ দিন বন্ধ থাকার পর বৃহস্পতিবার থেকে স্বল্প দূরত্বের লালমনিরহাট বুড়িমারী লোকাল ট্রেন চলাচল শুরু করলেও এখনো আগের নিয়মে ৭১৩/১৪ নং আন্তঃনগর করতোয়া এক্সপ্রেস, ৭১/৭২ নং বুড়িমারী এক্সপ্রেস ও শাটল, ৭১/৭২ নং কমিউটার, ৪৫৫/৫৬ নং লোকাল ট্রেনসহ ৪টি ট্রেন চলাচল করছে না। শুধু মাত্র ৪৬৫/৬৬ নং লোকাল ট্রেন লালমনিরহাট বুড়িমারী রুটে চলাচল করছে।

সময়ের আলো/আরআই


আরও সংবাদ   বিষয়:  ট্রেন চলাচল শুরু   পার্বতীপুর-বুড়িমারী রুট   লোকাল ট্রেন   পাটগ্রাম-লালমনিরহাট  




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close