ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

পোরশা সীমান্তে বিএসএফের হাতে বাংলাদেশি আটক
প্রকাশ: মঙ্গলবার, ৩০ জুলাই, ২০২৪, ৭:০৮ পিএম  (ভিজিট : ২৭৮)
নওগাঁর পোরশা উপজেলার নিতপুর সীমান্তে শীতলঘাট এলাকা থেকে ভারতীয় বিএসএফ সদস্যরা গরু ব্যবসায়ী এক বাংলাদেশি যুবককে আটক করে নিয়ে গেছে। আটক যুবক আব্দুর রশিদ (২০) উপজেলার নিতপুর দিঘিপাড়া গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে।
 
স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুর রশিদসহ কয়েজনের একটি দল গত সোমবার দিবাগত রাতে গরু নেয়ার জন্য শীতলঘাট এলাকার ২৩০ মেইন পিলার এলাকা দিয়ে ভারতের অভ্যন্তরে প্রবেশ করে। রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে তারা শীতলঘাট এলাকায় পৌঁছালে সেখানে টহলরত ভারতের হরিশ্চন্দ্রপুর ক্যাম্পের বিএসএফ স্পেশাল সদস্যরা তাদের দেখতে পেয়ে ধাওয়া করে। এ সময় অন্যান্যরা পালিয়ে যেতে সক্ষম হলেও আব্দুর রশিদ বিএসএফ সদস্যদের হাতে ধরা পড়ে।

১৬ বিজিবি নিতপুর ক্যাম্পের সুবেদার মুনসেফ আলী বিএসএফ সদস্য কর্তৃক আব্দুর রশিদকে আটক করার ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আব্দুল রশিদ একজন মানসিক রোগী বলে তারা জানতে পেরেছেন। তবে তারা বিএসএফের সাথে যোগাযোগের চেষ্টা করছে। বিএসএফ’র সাথে কথা হলে সঠিক ঘটনা জানা যাবে এবং আটক আব্দুর রশিদকে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন। 

সময়ের আলো/আরআই


আরও সংবাদ   বিষয়:  পোরশা সীমান্ত   বাংলাদেশি আটক   নওগাঁ-রাজশাহী  




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close