ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

ভালুকায় বনের জমিতে স্থাপনা নির্মাণের অভিযোগ
প্রকাশ: সোমবার, ২৯ জুলাই, ২০২৪, ৫:০৪ পিএম  (ভিজিট : ২১০)
ময়মনসিংহের ভালুকায় এক প্রভাবশালীর বিরুদ্ধে বনের জমি দখলে নিয়ে স্থাপনা নির্মাণ করার অভিযোগ উঠেছে। ঘটনাটি উপজেলার কাদিগড় বিটের আওতায় তালাব গ্রামে।

বিভিন্ন সূত্রে জানা যায়, ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের লবণকোটা গ্রামের আব্দুস সামাদের ছেলে রফিকুল ইসলাম ভালুকা রেঞ্জের কাদিগড় বিটের কাদিগড় মৌজার বন বিজ্ঞপ্তিত ২৫২ ও সিএস ৩০৭ নম্বর দাগে রতনের ভিটা নামক স্থানে প্রায় ৪ এক জমি জবর দখলে নিয়ে বিভিন্ন ধরণের স্থাপনা নির্মাণ শুরু করেন। যার বর্তমান মূল্য আনুমানিক চার কোটি টাকা।

সরেজমিন গিয়ে দেখা যায়, বন বিভাগের ওই জমিতে ১০/১২ জন শ্রমিক বিশাল স্থাপনা নির্মাণের কাজ করেছে। এসময় জমির দাবিদার রতন মিয়া জানান, পৈতৃক সূত্রে প্রাপ্ত ওই জমি নিয়ে বন বিভাগের সাথে তাদের মামলা চলছে। কিন্তু রফিকুল ইসলাম কৌশলে পাশের ৩০৭ নম্বর সিএস দাগে কিছু নামা জমি ক্রয় করে ২৫২ দাগসহ পুরো ভিটাটি দখলে নিয়ে বিভিন্ন স্থাপনা নির্মাণ করছেন।

স্থানীয় একাধিক ব্যক্তি জানান, রফিকুর ইসলাম নামে এক প্রভাবশালী বন বিভাগের কয়েক কোটি টাকা মূল্যের ওই জমিটি দখলে নিয়ে গত দেড় মাস ধরে স্থাপনা নির্মাণের কাজ চালালেও রহস্যজনক কারণে বন বিভাগের তেমন তৎপরতা লক্ষ করা যায়নি।

অভিযুক্ত রফিকুল ইসলাম জানান, স্থানীয় মজিবর রহমান ও তার বোনদের কাছ থেকে ২০২২ সালে সাফ কবলা মূলে ২৫২ নম্বর দাগে ৯৬ শতাংশ জমি কিনে তিনি স্থাপনা নির্মাণ করছেন। তখন সাব রেজিস্ট্রার ইমরুল কায়েস ভালুকার দায়িত্বে ছিলেন।

ভালুকা রেঞ্জের কাদিগড় বিট অফিসার আনোয়ার হোসেন খান বলেন, কাদিগড় মৌজার ২৫২ নম্বর দাগে মোট জমির পরিমাণ রয়েছে ২৬২ একর, যার পুরোটাই বন বিভাগের, যা রফিকুল ইসলাম দখলে নিয়ে স্থাপনা নির্মাণের পর তিনি আইনি ব্যবস্থা নিয়েছেন।

এ ঘটনায় ভালুকা রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মো. হারুন অর রশিদ খান জানান, কাদিগড় মৌজার ২৫২ নম্বর দাগের পুরো জমিই বন বিজ্ঞপ্তিত। জমি দখলে নিয়ে স্থাপনা নির্মাণের অভিযোগে রফিকুল ইসলামের বিরুদ্ধে মামলা করেছেন।

সময়ের আলো/আরআই


আরও সংবাদ   বিষয়:  বনের জমি দখল   স্থাপনা নির্মাণ-অভিযোগ   ভালুকা-ময়মনসিংহ  




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close