ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

নাশকতার ৮ মামলায় নাটোরে গ্রেফতার ৮৮
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০২৪, ৯:৪৭ পিএম  (ভিজিট : ২৫৬)
নাশকতা, সহিংসতা ও সংঘর্ষের অভিযোগে নাটোরে পৃথক ৮ মামলায় ৮৮ জন বিএনপি-জামায়াতের নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

গত ১৮ জুলাই এর পর থেকে বৃহস্পতিবার (২৫ জুলাই) পর্যন্ত জেলার বিভিন্ন থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয় বলে বিষয়টি নিশ্চিত করেছেন নাটোরের পুলিশ সুপার তারিকুল ইসলাম পিপিএম,বার।

জানা গেছে, কোটা আন্দোলনকে কেন্দ্র করে নাটোর জেলার বিভিন্ন মামলায় গত ১৮ জুলাই থেকে ২৫ জুলাই পর্যন্ত জেলার বিএনপি, জামায়াত ও শিবিরের নেতাকর্মীদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ, জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি মীর সাজেদুল ইসলাম, জেলা শ্রমিক দলের প্রচার সম্পাদক রফিকুল ইসলাম রফিক, লালপুর উপজেলা ছাত্রদলের সভাপতি হাসান আলী, উপজেলার কদিমচিলান ইউনিয়ন জামায়াতের আমীর সাহাবুল ইসলাম রয়েছেন। 

পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম বলেন, কোটা আন্দোলনকে কেন্দ্র করে নাশকতার ঘটনায় জেলার বিভিন্ন থানায় ৮ মামলায় এখন পর্যন্ত পুলিশ ৮৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠে কাজ করছে।

সময়ের আলো/আরআই


আরও সংবাদ   বিষয়:  কোটা আন্দোলন   নাশকতার মামলা-গ্রেফতার   নাটোর  




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close