ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

ব্রাহ্মণবাড়িয়ায় সিএনজি-অ্যাম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষে হতাহত ৪
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০২৪, ২:১৮ পিএম  (ভিজিট : ২২৪)
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় সিএনজি চালিত অটোরিকশা ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে জাহিদ হাসান (২৫) ও অপু মিয়া (১৭) নামে ২ যুবক নিহত হয়েছেন এবং ২ জন আহত হন।

বুধবার (২৪ জুলাই) বেলা ১১টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের কালিয়ারা নামক এলাকায় এ ঘটনা ঘটে।

দুর্ঘটনায় আহতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলার রামরাইল এলাকার সিএনজিচালক সাইফুল ইসলাম (৪০) ও কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার দইখলা গ্রামের রুহুল আমিনের স্ত্রী তসলিমা বেগম। তারা সবাই অটোরিকশার যাত্রী ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, কুমিল্লা-সিলেট মহাসড়কের কালিয়ারায় সিএনজি চালিত অটোরিকশা ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ ঘটে। ঘটনাস্থলেই জাহিদ মারা যায়। দুর্ঘটনার খবর পেয়ে কুটি-চৌমুহনী দমকল বাহিনীর সদস্যরা ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। অপুর অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে কুমিল্লা মেডিকেলে স্থানান্তর করেন। পথেই মারা যান তিনি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া খাঁটিহাতা হাইওয়ে পুলিশের ওসি আশিষ কুমার সান্যাল বলেন, দুর্ঘটনার খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।


সময়ের আলো/এএ/




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close