ই-পেপার রোববার ৬ অক্টোবর ২০২৪
রোববার ৬ অক্টোবর ২০২৪

জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলে গুলিবিদ্ধ ৪ শিক্ষার্থী
প্রকাশ: মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪, ৪:৩৭ পিএম  (ভিজিট : ৩১৬)
কোটা সংস্কার আন্দোলন নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাস থেকে বের হওয়া বিক্ষোভ মিছিলে গুলি বর্ষণ করা হয়েছে।  এতে ৪ জন শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়েছেন। 

মঙ্গলবার (১৬ জুলাই) বিকাল সাড়ে তিনটায় ক্যাম্পাস থেকে বের করে কোর্ট পার হয়ে রায়সাহেব বাজারের দিকে এগিয়ে গেলে গুলিবর্ষণ হয় গলি থেকে। 

গুলিবিদ্ধ শিক্ষার্থীরা হলেন ম্যনেজমেন্ট বিভাগে ফেরদৌস আহমেদ, ২০২১-২২ শিক্ষার্থীদের অনিক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের মোহাম্মদ নাসিম, আরেকজন বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের অন্তু। তাদেরকে ন্যাশনাল মেডিকেলে নেয়া হয়েছে। 

প্রত্যক্ষদর্শী ও আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, কোর্ট পার হলে গলি থেকে গুলি বের হচ্ছে। স্থানীয় আওয়ামী লীগের নেতারা এই গুলি করছে। এবিষয়ে কোতয়ালী জোনের এএসপি নজরুল বলেন, গুলির খবর শুনেছি। তবে আমরা এক গ্রুপকেই মিছিল করতে দেখেছি। অন্য গ্রুপ দেখিনি।

সময়ের আলো/এম 




এই ক্যাটেগরির আরো সংবাদ


https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close