ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

সময়ের আলোতে সংবাদ প্রকাশ, মরাখাল দখলমুক্ত করতে প্রশাসনের উদ্যোগ
প্রকাশ: সোমবার, ১৫ জুলাই, ২০২৪, ৯:৩৮ পিএম  (ভিজিট : ৩২২)
দৈনিক সময়ের আলোতে সংবাদ প্রকাশের পর চট্টগ্রামের ফটিকছড়ির নাজিরহাটের সেই ‘মরা খাল’ অবশেষে দখলমুক্ত করতে উদ্যোগ নিয়েছেন প্রশাসন। সোমবার (১৫ জুলাই) উপজেলা প্রশাসনের পক্ষে একটি প্রতিনিধি দল খালটির দখল করা বিভিন্ন অংশে সীমানা নির্ধারণ করে সেখানে লাল পতাকা টানিয়ে দিয়েছেন।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেজবাহ উদ্দিন বলেন, ‘বিষয়টি আমাদের নজরে এসেছে। ফলে ভূমি কার্যালয়ের একটি দল সেখানে সরেজমিনে দেখে অবৈধ দখলে থাকা অংশে লাল পতাকা টানিয়ে দিয়েছেন। দ্রুত সময়ের মধ্যে এসব উচ্ছেদ করা হবে।’

প্রতিনিধি দলের নেতৃত্বদেন উপজেলা ভূমি কার্যালয়ের সার্ভেয়ার মো. মঞ্জুর আহাম্মদ। অন্যান্যদের মধ্যে ছিলেন নাজিরহাট ইউনিয়ন ভূমি কার্যালয়ের ভূমি কর্মকর্তা মোহাম্মদ জাকারিয়া ও অফিস সহায়ক মো. রুবেল চৌধুরী।

সার্ভেয়ার মো. মঞ্জুর আহাম্মদ বলেন, ‘খালটির বিভিন্ন অংশ সরেজমিনে দেখে অবৈধ দখলে থাকা বিভিন্ন অংশে লাল পতাকা টানিয়ে দিয়েছি। আমরা তাদের দখল ছাড়তে বলেছি। নাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা।’ 

সূত্র জানায়, খালের নাজিরহাট বাজারের মধ্যখান থেকে পূর্বদিকে প্রায় এক কিলোমিটার জুড়ে দখল করে গড়ে উঠেছে শতাধিক অবৈধ স্থাপনা। এর কোনটি বসতঘর আবার কোনটি ব্যবসা প্রতিষ্ঠান। পাশাপাশি বাজার এবং ঝংকারের আশেপাশে প্রতিনিয়ত অপরিকল্পিতভাবে অবাধে খালটি ভরাট করে বিলীন করা হয়। স্থানীয় প্রভাবশালী ও শাসক দলের নেতারাই এমনটি করেছেন বলে অনুসন্ধানে জানা যায়। 

নাজিরহাট ইউনিয়ন ভূমি কার্যালয়ের ভূমি সহকারী কর্মকর্তা মোহাম্মদ জাকারিয়া বলেন, ‘খালটির কিছু অংশ ব্যক্তি ও প্রতিষ্ঠান মালিকানাধীন। বাকি পুরোটাই খাল। আমরা অবৈধ দখলদারদের বিরুদ্ধে শীঘ্রই অভিযান চালাব।’

উল্লেখ্য, গত ১ জুন দৈনিক সময়ের আলোয় ‘খরস্রোতা মরাখাল এখন ভাগাড়’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এর পরপরই প্রশাসন একের পর এক একশনে মাঠে নামেন।
 
সময়ের আলো/আরআই


আরও সংবাদ   বিষয়:  মরা খাল দখলমুক্ত   ফটিকছড়ি-চট্টগ্রাম  




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close