ই-পেপার রোববার ৬ অক্টোবর ২০২৪
রোববার ৬ অক্টোবর ২০২৪

আড়াই কেজির ইলিশ ৭৭০০ টাকায় বিক্রি
প্রকাশ: সোমবার, ১৫ জুলাই, ২০২৪, ৮:৫০ পিএম  (ভিজিট : ৪১০)
নোয়াখালীর হাতিয়া উপজেলায় মেঘনা নদীর আরেকটি ইলিশ বিক্রি হলো ৭ হাজার ৭০০ টাকায়। মাছটি নদী থেকে ঘাটে আনলে সর্বোচ্চ দাম হাঁকিয়ে কিনে নেন সাত্তার ব্যাপারী নামের এক ব্যবসায়ী। মাছটি ওজনের প্রায় আড়াই কেজি হয়। এর আগে, আরেকটি তিন কেজির ইলিশ বিক্রি হয় ৮ হাজার ৭০০ টাকায়। 

সোমবার (১৫ জুলাই) সকালে উপজেলার চর ইশ্বর ইউনিয়নের বাতানখাল বউ বাজার মাছ ঘাটে ইলিশটি নিলামে বিক্রি করা হয়।

জানা যায়, সানু মাঝি নামে এক জেলে মেঘনা নদীতে মাছ ধরতে গিয়ে এই ইলিশ মাছটি পান। তারপর তিনি চর ইশ্বর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবদুল হালিমের মৎস্য আড়তে নিয়ে আসেন। পরে নিলামের ডাক দিলে মাছটি ৭ হাজার ৭০০ টাকায় কিনে নেন সাত্তার ব্যাপারী।

মৎস্য আড়তের মালিক ও সাবেক চেয়ারম্যান আবদুল হালিম বলেন, সানু মাঝি আমাদের আড়তে অন্যান্য মাছের সঙ্গে প্রায় আড়াই কেজি ওজনের একটি ইলিশ মাছ নিয়ে আসেন। নিলামে সাত্তার ব্যাপারী ৭ হাজার ৭০০ টাকায়  মাছটি কিনে নেন। আমাদের এখানে প্রায় দুই কেজি, আড়াই কেজি এমনকি তিন কেজি ওজনেরও ইলিশ পাওয়া যাচ্ছে। গতকালও একটি তিন কেজির ইলিশ বিক্রি করেছি ৮ হাজার ৭০০ টাকায়।

জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, বর্তমানে মেঘনা নদীতে ইলিশ মাছ কম পাওয়া যাচ্ছে। তবে মাঝামাঝি কিছু বড় সাইজের ইলিশ মাছ পাওয়া যাচ্ছে বলে খবর পাওয়া গেছে। নিষেধাজ্ঞা শেষ হলে সামনে আরও বড় ইলিশ মাছ পাওয়া যাবে। 

সময়ের আলো/আরআই


আরও সংবাদ   বিষয়:  সবচেয়ে বড় ইলিশ   মেঘনা নদী   নোয়াখালী   




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close