ই-পেপার রোববার ৬ অক্টোবর ২০২৪
রোববার ৬ অক্টোবর ২০২৪

উত্তপ্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস
প্রকাশ: সোমবার, ১৫ জুলাই, ২০২৪, ৬:৪২ পিএম  (ভিজিট : ৮০৬)
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রক্টর অফিসে কোটা সংস্কার আন্দোলনকারী ও ছাত্রলীগের নেতাকর্মীদের মাঝে ব্যাপক উত্তেজনামূলক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সোমবার (১৫ জুলাই) ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে এ ঘটনা ঘটে।

ছাত্রলীগের নেতাকর্মীরা কোটা সংস্কার আন্দোলনের চট্টগ্রামের সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফিকে রেলস্টেশন থেকে দুপুর আড়াইটার ট্রেন থেকে নামিয়ে প্রক্টর অফিসে নিয়ে যায়। প্রক্টর অফিসে ছাত্রলীগের বিভিন্ন গ্রুপের নেতাকর্মীদের উপস্থিতিতে উত্তেজনামূলক পরিস্থিতির সৃষ্টি হয়। 
এ সময় ছাত্রলীগের নেতাকর্মীরা আন্দোলনের সমন্বয়কারী রাফির ভর্তি বাতিলের দাবি জানান। তারা রাফিকে শিবির বলে অবহিত করে। 

ছাত্রলীগের কর্মীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। ‘তুমি কে আমি কে বাঙালি বাঙালি, রাজাকার, রাজাকার, দেশ ছাড়, দেশ ছাড়’ বলে স্লোগান দিতে থাকেন। ছাত্রলীগের বিভিন্ন গ্রুপের নেতারা এ সময় বলেন, রাফি যেহেতু রাজাকার গোষ্ঠীদের সাথে মিলে আন্দোলন করছে তাই তার ভর্তি বাতিল করতে হবে কারণ সে নিজে একজন কোটাধারী। 

এসময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. অহিদুল আলম ইউজিসি থেকে পাঠানো নির্দেশনামা শিক্ষার্থীদেরকে পড়ে শুনান।

এদিকে কোটা সংস্কার আন্দোলনকারীদের মধ্যে অনেকেই প্রক্টর অফিসে এসে জড়ো হয়েছেন এবং রাফিকে কেন আটক করে আনা হয়েছে তার জবাব চেয়েছেন।

এরআগে, চবি শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা দুপুর আড়াইটার শাটল আটকে বিভিন্ন স্লোগান দিতে দিতে রাফিকে নিয়ে প্রক্টর অফিসে যান।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত পরিস্থিতি উত্তপ্ত রয়েছে।

সময়ের আলো/আরআই


আরও সংবাদ   বিষয়:  চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)   উত্তাল প্রক্টর অফিস   




এই ক্যাটেগরির আরো সংবাদ


https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close