ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

উখিয়ায় ৪ কোটি টাকার আইস ও দেশীয় অস্ত্রসহ রোহিঙ্গা গ্রেপ্তার
প্রকাশ: সোমবার, ১৫ জুলাই, ২০২৪, ১:৪৭ পিএম  (ভিজিট : ৩১৬)
কক্সবাজারের উখিয়ায় এশিয়ান হাইওয়ে এলাকা থেকে ৪ কোটি টাকা মূল্যের ৮০০ গ্রাম মাদক ক্রিস্টালমেথ (আইস) ১টি দেশীয় তৈরি এলজি ও কার্তুজসহ এক রোহিঙ্গা সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৫।

রোববার (১৪ জুলাই) রাতে উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী ১নং ওয়ার্ডের উখিয়া ঘাট কাস্টমের বশরের ভাঙ্গারী দোকানের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃত রোহিঙ্গা হলেন,বালুখালী ১১ নম্বর ক্যাম্পের ব্লক-এ/১ এর আব্দুর রশিদ আহম্মদ এর ছেলে মোহাম্মদ জুবায়ের (৩৩)। কক্সবাজার র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া)অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবুল কালাম চৌধুরী সোমবার সাড়ে ১১ টার দিকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আরও জানান, গোপন সূত্রে র‌্যাব-১৫ এর আভিযানিক দল জানতে পারে, উখিয়া থানাধীন পালংখালী ইউনিয়নের বালুখালী ১নং ওয়ার্ডের উখিয়া ঘাট কাস্টম এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এ প্রেক্ষিতে র‌্যাব বর্ণিত এলাকায় গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে।

গত ১৪ জুলাই রাতে র‌্যাব-১৫, সিপিসি-২ হোয়াইক্যং ক্যাম্পের চৌকস আভিযানিক দল একটি মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় আভিযানিক দল কক্সবাজার জেলার উখিয়া থানাধীন পালংখালী ইউনিয়নের বালুখালী ১নং ওয়ার্ডের উখিয়া ঘাট কাস্টমের বশরের ভাঙ্গারী দোকানের সামনে উপস্থিত হলে র‍্যাবের উপস্থিতি বুঝতে পেরে দৌড়ে পালানোর চেষ্টাকালে আইসের চালানটির মূলহোতা মোহাম্মদ জুবায়েরকে গ্রেফতার করতে সক্ষম হয়।

পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে গ্রেপ্তারকৃত মোহাম্মদ জুবায়ের’কে জিজ্ঞাসাবাদে তার ডান হাতে থাকা একটি শপিং ব্যাগের ভিতরে  ক্রিস্টালমেথ বা আইস রয়েছে বলে স্বীকার করে। উক্ত তথ্যের ভিত্তিতে ধৃত ব্যক্তির হেফাজত হতে ৮০০ গ্রাম ক্রিস্টালমেথ (আইস), ১টি দেশীয় তৈরি এলজি ও ২ রাউন্ড পুরাতন শর্টগানের কার্তুজ উদ্ধার করা হয়। কথিত আছে উদ্ধারকৃত ৮০০ গ্রাম ক্রিস্টালমেথ বা আইসের আনুমানিক মূল্য প্রায় ৪ কোটি টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তি পার্শ্ববর্তী দেশ হতে মাদক চোরাচালানের সাথে সম্পৃক্ততার বিষয়ে তথ্য প্রদানসহ পার্শ্ববর্তী দেশের মাদক চোরাচালান চক্রের যোগসাজশে দেশে অবৈধ মাদক আইস চোরাকারবারির সাথে সে জড়িত বলে স্বীকার করে। সে দীর্ঘ দিন যাবত মাদক চোরাচালানের সাথে জড়িত। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী পার্শ্ববর্তী দেশের মাদক সিন্ডিকেটের সাথে সার্বিক সমন্বয় সাধনের মাধ্যমে আইসের চালান বাংলাদেশে নিয়ে আসে এবং এই সকল মাদকের চালান বিভিন্ন উপায়ে এজেন্টদের মাধ্যমে কক্সবাজারসহ দেশের বিভিন্ন স্থানে পৌঁছে দেয় বলে জানা যায়।

উদ্ধারকৃত মাদক ও অস্ত্রসহ গ্রেফতারকৃত রোহিঙ্গার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে উখিয়া থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।


সময়ের আলো/এএ/




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close