ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

স্ত্রীর পরকীয়ার জেরে কীটনাশক খেয়ে স্বামীর আত্মহত্যা
প্রকাশ: রবিবার, ১৪ জুলাই, ২০২৪, ১০:৪৭ পিএম  (ভিজিট : ৩৫৮)
চট্টগ্রামের সাতকানিয়ায় স্ত্রীর পরকীয়ার জের ধরে মো. কামাল উদ্দীন (৩৩) নামে এক যুবক আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে। শনিবার (১৩ জুলাই) দিবাগত রাত ১টায় ওই যুবকের নিজবাড়ি উপজেলার পুরানগড় ইউনিয়নে ২ নম্বর ওয়ার্ড বৈতরনী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত কামাল উদ্দিন ওই এলাকার ওমর মিয়ার ছেলে।

জানা গেছে, নিহত কামালের স্ত্রীর সাথে পরকীয়া সম্পর্ক গড়ে উঠে স্থানীয় ইউপি সদস্য মামুনের। এ নিয়ে অনেক বিচার সালিশও হয়। শনিবার রাতে এ নিয়ে স্ত্রীর সাথে কামালের ব্যাপক ঝগড়া হয়। তখন তার স্ত্রী ইউপি সদস্য মামুনকে বিষয়টি জানায়, তখন মামুন এসে বিচারের নামে কামালকে ব্যাপক মারধর করে। বিষয়টি সহ্য করতে না পেরে কামাল কীটনাশক পান করে আত্মহত্যা করে।

নিহতের চাচা মোহাম্মদ নুরুচ্ছফা বলেন, ইউপি নির্বাচনে মামুনের পক্ষে কাজ না করার পর থেকে কামালকে নানা রকম হুমকি দিচ্ছিল। পরে শনিবার বিচারের নামে মারধর করায় অপমানে কামাল আত্মহত্যা করেছে। আমরা মামলার প্রস্তুতি নিচ্ছি।

অভিযুক্ত ইউপি সদস্য মামুনুর রশিদ পরকীয়ার কথা অস্বীকার করে বলেন, গত একমাস আগে কামালের বউ আমাকে ফোন করে বলে যে, তার স্বামী নতুনভাবে বিয়ে করতে চাচ্ছে। তখন কামালের সাথে দেখা হলে আমি বিষয়টি তাকে অবগত করি এবং তার যেহেতু তিনটি বাচ্চা আছে এবং নতুন কোন বিয়ে না করতে বলি। মূলত তার বউয়ের সাথে ঝগড়া এবং নতুন বিয়ে করবে বলে সমস্যা সৃষ্টি হওয়ায় কামাল বিষপান করে। আমার সাথে তার স্ত্রীর কোনো পরকীয়ার সম্পর্ক ছিল না। আমাকে ফাঁসানোর জন্য এসব বলছে।

পুরানগড় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউল ইসলাম বলেন, ইউপি সদস্য মামুনের সাথে নিহত কামালের স্ত্রীর অবৈধ সম্পর্ক ছিল বিষয়টি কামাল আমাকে অনেকবার জানিয়েছে। গতকাল (শনিবার) মামুন তার ব্যক্তিগত প্রতিষ্ঠানে বিচারের নাম দিয়ে কামালকে মারধর করে। এতে ক্ষোভে কামাল কীটনাশক পান করে মৃত্যুবরণ করে।

সাতকানিয়া থানার পরিদর্শক (তদন্ত) আতাউল হক চৌধুরী বলেন, কামাল নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের (চমেকে) মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

সময়ের আলো/আরআই


আরও সংবাদ   বিষয়:  স্ত্রীর পরকীয়া-স্বামীর আত্মহত্যা   সাতকানিয়া-চট্টগ্রাম  




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close